Thu. Oct 3rd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 459

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 গ্রিনহাউস গ্যাস নয়
(a) জলীয় বাষ্প
(b) অক্সিজেন
(c) মিথেন
(d) কার্বন-ডাইঅক্সাইড।

1.2 কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় –
(a) P বনাম T
(b) V বনাম T
(c) V বনাম ​\( \frac{1}{P} \)
(d) V বনাম P

1.3 STP তে 11.2L CO2 এর ভর
(a) 22g
(b) 44g
(c) 11.2g
(d) 11g 

ব্যাখ্যাঃ STP তে 1 মোল আদর্শ গ্যাসের আয়তন 22.4L

CO2 এর আণবিক ভর 44g

সুতরাং, STP তে 1 মোল CO2 এর ভর 44g

11.2L CO2 = 22/44 = 1/2 মোল CO2, যার ভর 44g/2 = 22g

আরও পড়ুনঃ 

1.4 পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক K হলে, তাপীয় রোধাঙ্ক হবে –
(a) K
(b) ​\( \frac{1}{K^2} \)
(c) K2
(d) \( \frac{1}{K} \)

1.5 গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়
(a) উত্তল দর্পণ
(b) সমতল দর্পণ
(c) অবতল দর্পণ
(d) কোনোটিই নয়।

1.6 কোন্ জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ –
(a) লাল ও সবুজ
(b) বেগুনি ও কমলা
(c) নীল ও আকাশি
(d) লাল ও বেগুনি।

1.7 একটি তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +Q আধান আনতে W পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে –
(a) W
(b) ​\( \frac{W}{Q} \)
(c) \( \frac{Q}{W} \)
(d) W.Q

1.8 তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ—
(a) দ্বিগুণ
(b) চারগুণ
(c) \( \frac{1}{4} \)​ গুণ
(d) অর্ধেক।

ব্যাখ্যাঃ 

তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে, উৎপন্ন তাপের পরিমাণ হবে:

 Q = I2Rt

যেখানে,

  • Q হল উৎপন্ন তাপের পরিমাণ (জুল)
  • I হল তড়িৎ প্রবাহের প্রবাহমাত্রা (অ্যাম্পিয়ার)
  • R হল রোধ (ওহম)
  • t হল সময় (সেকেন্ড)

সুতরাং,

 Q’ = (I/2)2 R (t/2) = (I2Rt)/4 = Q/4

অর্থাৎ, তড়িৎ প্রবাহের সময় ও প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে, উৎপন্ন তাপের পরিমাণ 1/4 গুন্ হয়ে যায়।

 

1.9 238U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুটি কী হবে –
(a) 234Po90
(b) 234Th90
(c) 234Rd90
(d) 234Pb90

ব্যাখ্যাঃ আলফা কণা হল দুটি প্রোটন এবং দুটি নিউট্রন নিয়ে গঠিত একটি তেজস্ক্রিয় কণা। আলফা কণা নির্গত হলে, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা 4 কমে যায়।

238U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে, অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা 92 − 2 = 90 (থোরিয়াম-এর পারমাণবিক সংখ্যা = 90) হবে এবং ভর সংখ্যা 238 − 4 = 234 হবে। সুতরাং, অপত্য পরমাণু হল 234Th90

1.10 মৌলের কোন্ ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণি গঠিত হয়েছে—
(a) পারমাণবিক ভর
(b) পারমাণবিক সংখ্যা
(c) পারমাণবিক আকার
(d) পারমাণবিক গুরুত্ব।

1.11 প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান –
(a) লিথিয়াম হাইড্রাইড
(b) হাইড্রোজেন ক্লোরাইড
(c) সোডিয়াম ক্লোরাইড
(d) ক্যালসিয়াম অক্সাইড।

1.12 প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ—
(a) NH4OH
(b) H2CO3
(c) CH3COOH
(d) NaOH 

1.13 CuSO4 -এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামেনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে—
(a) হলুদ
(b) সবুজ
(c) গাঢ় নীল
(d) বাদামি।

1.14 ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক—
(a) জিঙ্ক
(b) কপার
(c) লোহা
(d) অ্যালুমিনিয়াম।

1.15 নীচের কোনটি অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত-
(a) –CHO
(b) –COOH
(c) –NH2
(d) –OH

আরও পড়ুনঃ 

বিভাগ- ‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

2.1 বায়োগ্যাসের মূল উপাদান কী?

উত্তরঃ বায়োগ্যাসের মুখ্য উপাদান হল মিথেন (CH4)

ব্যাখ্যাঃ বায়োগ্যাস সাধারণত প্রায় 50-70 শতাংশ মিথেন (CH4) এবং 25-45 শতাংশ কার্বন ডাই অক্সাইড (CO2) দিয়ে তৈরি, অন্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3)।

 

2.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

উত্তরঃ বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার।এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার (প্রায়) এর মধ্যে অবস্থিত। মেসোস্ফিয়ারের গড় তাপমাত্রা প্রায় মাইনাস 85 ডিগ্রি সেলসিয়াস।

 

অথবা,

কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি।

উত্তরঃ কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কাঠকয়লা এবং পেট্রোল হল জীবাশ্ম জ্বালানি।

ব্যাখ্যাঃ জীবাশ্ম জ্বালানি হল প্রাচীন উদ্ভিদ বা প্রাণীদের অবশেষ থেকে গঠিত জ্বালানি। এই জ্বালানিগুলি লক্ষ লক্ষ বছর ধরে ভূগর্ভের গভীরে পচনের মাধ্যমে তৈরি হয়েছে।

কাঠকয়লা হল একটি কঠিন জ্বালানি যা উদ্ভিদের অবশেষ থেকে গঠিত। এটি প্রায় 300 মিলিয়ন বছর আগে জীবাশ্ম থেকে তৈরি হয়েছিল। কাঠকয়লা প্রধানত কার্বন দিয়ে তৈরি, যা এটিকে একটি শক্তিশালী এবং দহনযোগ্য জ্বালানি করে তোলে।

পেট্রোল হল একটি তরল জ্বালানি যা উদ্ভিদ বা প্রাণীদের অবশেষ থেকে গঠিত। এটি প্রায় 100 মিলিয়ন বছর আগে জীবাশ্ম থেকে তৈরি হয়েছিল। পেট্রোল প্রধানত হাইড্রোকার্বন দিয়ে তৈরি, যা এটিকে একটি দহনযোগ্য জ্বালানি করে তোলে।

ইথানল হল একটি তরল জ্বালানি যা উদ্ভিদ থেকে তৈরি। এটি প্রধানত ইথানল দিয়ে তৈরি, যা একটি অ্যালকোহল। ইথানল একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, যা এর অর্থ হল এটি জীবাশ্ম জ্বালানির মতো সীমিত পরিমাণে পাওয়া যায় না।

সুতরাং, কাঠকয়লা এবং পেট্রোল হল জীবাশ্ম জ্বালানি কারণ এগুলি প্রাচীন উদ্ভিদ বা প্রাণীদের অবশেষ থেকে গঠিত। ইথানল হল একটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, তাই এটি জীবাশ্ম জ্বালানি নয়।

 

2.3 ​\( PV=\frac{W}{M}RT \)​সমীকরণে [চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে] ‘M’ রাশির একক কী।

উত্তরঃ গ্রাম / মোল  (g/mol)

 

2.4 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। 

ব্যাখ্যাঃ প্রমাণ চাপ ও উষ্ণতায় (অর্থাৎ 0°C তাপমাত্রায় ও 1 atm চাপ) সব গ্যাসের মোলার আয়তন একই হয়। এই মোলার আয়তনের মান 22.4L.

 

2.5 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো।

উত্তরঃ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ​\( \frac{1}{273} \)​°C−1

 

অথবা,

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান শূন্য।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। 

ব্যাখ্যাঃ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম।

 

2.6 অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে।

উত্তরঃ অবতল লেন্স সর্বদা একটি বস্তুর সর্বদা খর্বাকার, অসদ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে।

 

2.7 আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?

উত্তরঃ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে প্রতিসরণ কোনটির মান বড়ো হয়। 

 

2.8 ডায়নামোতে কোন্ ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।

উত্তরঃ ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।

 

2.9 আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কীরূপ।

উত্তরঃ আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ হালকা নীল (light blue)

 

2.10 লিউকোমিয়ার চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়।

উত্তরঃ লিউকোমিয়ার (Blood Cancer) চিকিৎসার জন্য কোবাল্ট-60 (Co-60) তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহৃত হয়।

 

অথবা,

নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন্ শক্তিতে রূপান্তরিত হয়।

উত্তরঃ নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়

ব্যাখ্যাঃ নিউক্লিয় বন্ধন শক্তি হল পরমাণুর নিউক্লিয়াসকে একত্রিত করে রাখে এমন শক্তি।

আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ E=mc2 অনুসারে, ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এই সমীকরণ অনুসারে,

E=mc2

যেখানে,

  • E হল শক্তি,
  • m হল ভর,
  • c হল আলোর গতি।

নিউক্লিয়াস গঠনের সময়, বিভিন্ন উপাদানের পরমাণুগুলি একত্রিত হয়ে একটি ভারী পরমাণু গঠন করে। এই প্রক্রিয়ায়, কিছু ভর হারিয়ে যায়। এই হারানো ভরকে ভর ত্রুটি বলা হয়। ভর ত্রুটিকে E=mc2 সমীকরণ ব্যবহার করে শক্তিতে রূপান্তর করা যায়।

নিউক্লিয় বন্ধন শক্তি হল একটি শক্তিশালী শক্তি যা পরমাণুর নিউক্লিয়াসকে একত্রিত করে রাখে। এই শক্তির কারণেই পরমাণু স্থায়ী হয়।

আরও পড়ুনঃ 

2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (a) F
2.11.2 প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় (b) Zn
2.11.3 তীব্রতম জারকা মৌল (c) Ca
2.11.4 জার্মান সিলভারের একটি উপাদান (d) Al

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (c) Ca
2.11.2 প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় (d) Al
2.11.3 তীব্রতম জারকা মৌল (a) F
2.11.4 জার্মান সিলভারের একটি উপাদান (b) Zn

 

2.12 H2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো (H-এর পারমাণবিক সংখ্যা 1)।

উত্তরঃ H2 অণুর লুইস ডট চিত্র:

H : H

 

2.13 তড়িৎবিশ্লেষণে কোন প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়।

উত্তরঃ তড়িৎবিশ্লেষণে সমপ্রবাহ (DC) প্রকৃতির তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়।

 

2.14 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়।

উত্তরঃ Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে কপার আয়ন (Cu2+) ক্যাথোডের দিকে ধাবিত হয়।

 

অথবা,

রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কী ব্যবহার করবে।

উত্তরঃ রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে সোনার দ্রব্যকে ব্যবহার করবো। 

 

2.15 পুরানো তৈলচিত্র বায়ুর কোন্ গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়?

উত্তরঃ পুরানো তৈলচিত্র বায়ুর হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়। 

 

অথবা,

কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন্ গ্যাসটি ব্যবহৃত হয়।

উত্তরঃ কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে অ্যামোনিয়া (NH3) গ্যাস ব্যবহৃত হয়।

 

2.16 ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো।

উত্তরঃ Fe(OH)3 (ফেরিক হাইড্রোক্সাইড)

 

2.17 IUPAC নাম লেখো : CH3COCH3

উত্তরঃ 2-propanone (2-প্রোপানোন)

অথবা,

মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান লেখো।

উত্তরঃ মিথেন অণুতে H-C-H বন্ধন কোণের মান 109°28”

 

2.18 পলি (টেট্রাফ্লুরো ইথিলিন)-এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তরঃ নন-স্টিক বাসনপত্র তৈরী করতে পলি (টেট্রাফ্লুরো ইথিলিন) ব্যবহার করা হয়। 

আরও পড়ুনঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!