Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 482
বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল-
(a) CO2
(b) CH4
(c) CFC
(d) NO2
1.2 চার্লসের সূত্রে V—t লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন্ তাপমাত্রায় ছেদ করে?
(a) 0°c
(b) 273°c
(c) –273°c
(d) 100°c
1.3 1 মিলি মোল NH3-তে অণুর সংখ্যা
(a) 6.022×1023
(b) 6.022×1022
(c) 6.022×1026
(d) 6.022×1020
ব্যাখ্যাঃ 1 মিলিমোল হল 1/1000 মোল। 1 মোলে 6.022×1023 অণু থাকে। সুতরাং, 1 মিলিমোল NH3-তে 6.022×1023/1000 = 6.022×1020 অণু থাকে।
অতএব, উত্তর হল (d)।
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
1.4 কোন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান x হলে উহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান হবে –
(a) \( \frac{x}{2} \)
(b) \( \frac{3x}{2} \)
(c) \( \frac{2x}{3} \)
(d) \( \frac{x}{3} \)
1.5 কোন আপতন কোণের জন্য প্রতিসরণে চ্যুতির মান সর্বনিম্ন হয়? –
(a) 90°
(b) 45°
(c) 30°
(d) 0°
1.6 মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন প্রকার দর্পন ব্যবহৃত হয়? –
(a) উত্তল
(b) অবতল
(c) সমতল
(d) কোনটিই নয়।
1.7 কোনটি তড়িৎবিভবকে প্রকাশ করে না? –
(a) অ্যাম্পিয়ার × ওহম
(b) ওয়াট × অ্যাম্পিয়ার −1
(c) জুল × কুলম্ব −1
(d) অ্যাম্পিয়ার × সেকেন্ড
1.8 আন্তর্জাতিক বর্ণ সংকেত অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ–
(a) বাদামি
(b) গাঢ় নীল
(c) সবুজ
(d) হলুদ।
1.9 কোন্ রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক –
(a) α রশ্মি
(b) β রশ্মি
(c) γ রশ্মি
(d) X রশ্মি।
1.10 সবচেয়ে বেশি তড়িৎঋণাত্মক মৌলটি হল-
(a) O
(b) F
(c) Cl
(d) Br
1.11 নীচের কোন্ যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই –
(a) HCl
(b) CaO
(c) CH4
(d) NH3
1.12 প্রদত্ত কোনটি তীব্র তড়িৎবিশ্লেষ্য –
(a) NaOH
(b) NH4OH
(c) CH3COOH
(d) C6H12O6
1.13 কিপযন্ত্রে প্রস্তুত করা যায়—
(a) NH3
(b) N2
(c) O2
(d) H2S
1.14 পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতুসংকরেই উপস্থিত ধাতুটি হল –
(a) তামা
(b) লোহা
(c) টিন
(d) ক্রোমিয়াম।
1.15 চারটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন H পরমাণুর সংখ্যা –
(a) 4
(b) 6
(c) 8
(d) 10
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
বিভাগ-“খ” 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
2.1 বায়োগ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন।
Note: বায়োগ্যাস সাধারণত প্রায় 50-70 শতাংশ মিথেন (CH4) এবং 25-45 শতাংশ কার্বন ডাই অক্সাইড (CO2) দিয়ে তৈরি। অন্যান্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3)।
অথবা,
বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে, তাদের নাম কী?
উত্তরঃ মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
ব্যাখ্যাঃ মিথেনোজেনিক ব্যাকটেরিয়াগুলি অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ তারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। বায়োগ্যাস প্ল্যান্টে সাধারণত ব্যবহৃত মিথেনোজেনিক ব্যাকটেরিয়াগুলির মধ্যে রয়েছে:
-
মেথানোসোলেনিকোস (Methanosolicus)
-
মেথানোথালস (Methanothalus)
-
মেথানোফর্মাস (Methanoformans)
-
মেথানোফাইলাক্সিস (Methanophylax)
-
মেথানোব্যাকটেরিয়া (Methanobacter)
এই ব্যাকটেরিয়াগুলি বায়োমাস থেকে মিথেন গ্যাস তৈরি করার জন্য একটি জটিল প্রক্রিয়া অনুসরণ করে। প্রথমে, তারা বায়োমাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে। তারপরে, তারা কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন মনোক্সাইড তৈরি করে। অবশেষে, তারা কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থেকে মিথেন গ্যাস তৈরি করে।
2.2 আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ আদর্শ জ্বালানির অন্যতম একটি বৈশিষ্ট্য হল উচ্চ তাপনমূল্য ।
2.3 পরমশূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তি কত?
উত্তরঃ পরমশূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তি শূন্য।
ব্যাখ্যাঃ তাপমাত্রা হল গ্যাস অণুগুলির গতিশক্তির একটি পরিমাপ। তাপমাত্রা যত বেশি হয়, গ্যাস অণুগুলির গতিশক্তি তত বেশি হয়। পরমশূন্য উষ্ণতায়, গ্যাস অণুগুলির গতিশক্তি শূন্য হয়। অর্থাৎ, পরমশূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলি সম্পূর্ণ স্থির থাকে।
আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে,
\( KE=\frac{3}{2}RT \)
যেখানে,
- KE হল গ্যাস অণুগুলির মোট গতিশক্তি
- R হল গ্যাস ধ্রুবক
- T হল তাপমাত্রা
পরমশূন্য উষ্ণতায়, T = 0 K। সুতরাং,
\( KE=\frac{3}{2}R\times(0) \)
\( \therefore KE=0 \)
অতএব, পরমশূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির মোট গতিশক্তি শূন্য।
অথবা,
30°c ও 300k এর মধ্যে কোনটি উচ্চতর?
উত্তরঃ 300K উচ্চতর।
ব্যাখ্যাঃ 30°c ও 300k এর মধ্যে 300k উচ্চতর।
30°c হল সেলসিয়াস স্কেলে একটি তাপমাত্রা, যাকে কেলভিন স্কেলে রূপান্তর করলে হয় 273.15 + 30 = 303.15K ।
সুতরাং, 30°c হল 303.15K এর চেয়ে কম।
অতএব, 300K উচ্চতর।
2.4 কোনো গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা \( \frac{P}{RT} \) (সত্য/মিথ্যা)।
উত্তরঃ বিবৃতিটি মিথ্যা।
সঠিক বিবৃতিটি হবে – কোনো আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা \( \frac{P}{RT} \)
ব্যাখ্যাঃ n মোল কোনো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ –
\( PV=nRT \)
∴ \( n=\frac{PV}{RT} \)
এখন আয়তন একক অর্থাৎ V=1 হলে, গ্যাসটির মোল সংখ্যা হবে
\( n=\frac{P\times (1)}{RT}=\frac{P}{RT} \)
সুতরাং কোনো আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হবে \( \frac{P}{RT} \)
2.5 স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
উত্তরঃ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান \( \frac{1}{273} \)°C−1
অথবা,
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য (সত্য/মিথ্যা)।
উত্তরঃ বিবৃতিটি সত্য।
2.6 বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী?
উত্তরঃ বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি হল লাল এবং বেগুনি।
অথবা,
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত?
উত্তরঃ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা হল 400 থেকে 700 ন্যানোমিটার (nm)।
2.7 কোন্ প্রকার লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়?
উত্তরঃ অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়।
2.8 ডায়নামোতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়।
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
2.9 তড়িৎচ্চালক বলের S.I একক কী?
উত্তরঃ তড়িৎচ্চালক বলের S.I একক ভোল্ট (Volt)
2.10 1g Ra ও 1g Ra থেকে উৎপন্ন RaCl2 যৌগ, উভয়ক্ষেত্রেই কী Ra এর তেজস্ক্রিয়তা একই না ভিন্ন?
উত্তরঃ 1g Ra ও 1g Ra থেকে উৎপন্ন RaCl2 যৌগ, উভয়ক্ষেত্রেই কী Ra এর তেজস্ক্রিয়তা একই।
ব্যাখ্যাঃ তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা তাই 1g Ra ও 1g Ra থেকে উৎপন্ন RaCl2 যৌগ, উভয়ক্ষেত্রেই কী Ra এর তেজস্ক্রিয়তা একই।
2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি চ্যালকোজেন মৌল | (a) Zn |
2.11.2 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে | (b) Au |
2.11.3 একটি সন্ধিগত মৌল | (c) S |
2.11.4 অ্যানোড মাডে উপস্থিত ধাতু | (d) Al |
উত্তরঃ
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.11.1 একটি চ্যালকোজেন মৌল | (c) S |
2.11.2 থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 বিজারিত করে | (d) Al |
2.11.3 একটি সন্ধিগত মৌল | (a) Zn |
2.11.4 অ্যানোড মাডে উপস্থিত ধাতু | (b) Au |
2.12 MA2 একটি তড়িৎযোজী যৌগ (M ধাতব ও A অধাতব মৌল), জলীয় দ্রবণে এটি কী কী আয়নে বিয়োজিত হবে, সমীকরণ দাও।
উত্তরঃ MA2 একটি তড়িৎযোজী যৌগ (M ধাতব ও A অধাতব মৌল), জলীয় দ্রবণে এটি M2+ ও A− আয়নে বিয়োজিত হবে। রাসায়নিক সমীকরণটি হবে –
MA2 → M2+ + 2A−
2.13 পুরানো তৈলচিত্র/রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায়, কোন্ গ্যাসের প্রভাবে?
উত্তরঃ পুরানো তৈলচিত্র/রূপার মুদ্রা দীর্ঘদিন খোলা বাতাসে রাখলে কালো হয়ে যায়, বাতাসে উপস্থিত হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাসের প্রভাবে।
2.14 সোডিয়াম নাইট্রোপ্রুসাইট দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কীরূপ হয়?
উত্তরঃ সোডিয়াম নাইট্রোপ্রুসাইট দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়।
2.15 কোন্ আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে?
উত্তরঃ ক্লোরাইড (Cl−) আয়ন লোহায় মরচে পড়া ত্বরান্বিত করে।
2.16 জিঙ্ক-এর একটি আকরিকের নাম ও সংকেত লেখো।
উত্তরঃ জিংক-এর একটি আকরিকের নাম হল জিংক ব্লেন্ড (Zinc Blende)। এর রাসায়নিক সংকেত হল ZnS।
অথবা,
ইলেকট্রন কোন্ কোন্ ধাতুর সংকর ধাতু?
উত্তরঃ ইলেকট্রন (Elektron) = Mg (95%) + Zn (5%)
2.17 ভিনিগারের উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো।
উত্তরঃ কার্বক্সিলিক অ্যাসিড
ব্যাখ্যাঃ ভিনিগারের প্রধান উপাদান হল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হল CH₃COOH। এতে উপস্থিত কার্যকরী মূলকটি হল কার্বক্সিলিক অ্যাসিড (-COOH)।
অথবা,
IUPAC নাম লেখো : CH3-CO-CH3
উত্তরঃ 2-propanone (2-প্রোপানোন)
2.18 LPG এর প্রধান উপাদান কী?
উত্তরঃ LPG এর প্রধান উপাদান বিউটেন (C4H10)।
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution