Thu. Sep 21st, 2023

Parshad test paper 2023 history page 128

parshad test paper 2023 history page 128

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১) ইতিহাস তত্ত্ব হল- 

() ইতিহাসের ইতিহাস 

() ইতিহাস রচনার পদ্ধতি

() ঐতিহাসিকদের ইতিহাস 

() ঐতিহাসিক মতবাদের ইতিহাস

উত্তরঃ (খ) ইতিহাস রচনার পদ্ধতি

 

১.২) প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম- 

() আলম আরা 

() রাজা হরিশচন্দ্র 

() জামাইষষ্ঠী 

() বিল্বমঙ্গল

উত্তরঃ () জামাইষষ্ঠী 

 

১.৩) গ্রামীণ সংবাদপত্রের জনক ছিল— 

() গ্রামবার্তা প্রকাশিকা 

() সোমপ্রকাশ 

() গ্রামীণ সংবাদ 

(ঘ) অমৃতবাজার পত্রিকা

উত্তরঃ () গ্রামবার্তা প্রকাশিকা 

 

১.৪) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন- 

() লর্ড ক্যানিং 

() উইলিয়াম বেন্টিঙ্ক

() লর্ড ডালহৌসি 

() লর্ড ওয়েলেসলি 

উত্তরঃ () লর্ড ক্যানিং 

 

১.৫) তিন আইন পাস হয়— 

() ১৮২৯ খ্রিঃ 

() ১৮৫৬ খ্রিঃ 

() ১৮৭৮ খ্রিঃ 

() ১৮৭২ খ্রিঃ

উত্তরঃ (ঘ) ১৮৭২ খ্রিঃ

 

১.৬) মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত—

() মাতঙ্গিনী হাজরা 

() বেগম হজরত মহল

() দেবী চৌধুরানী 

() রানী শিরোমণি

উত্তরঃ () রানী শিরোমণি

 

১.৭) বাংলায় তারিখমহম্মদীয়াভাবধারা প্রচার করেন- 

() দুদু মিঞা

(খ) সৈয়দ আহমেদ খান

(গ) মির নিশার আলি

(ঘ) চিরাগ আলি

উত্তরঃ (গ) মির নিশার আলি

 

১.৮) গোবিন্দ ধন্ধু পন্থ যে নামে পরিচিত ছিলেন 

() তাঁতিয়া টোপি 

() নানা সাহেব 

() মঙ্গল পান্ডে 

(ঘ) বাহাদুর শাহ

উত্তরঃ () তাঁতিয়া টোপি 

 

১.৯) ভারতসভার প্রথম সভাপতি ছিলেন- 

(ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

() শিবনাথ শাস্ত্রী

() আনন্দমোহন বসু

() সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তরঃ (ক) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

 

১.১০) বন্দেমাতরম গানটি Mother, I bow to thee!‘ শিরোনামে ইংরেজি অনুবাদ করেন-

() মাইকেল মধুসূদন দত্ত

() সুগত বসু

() অরবিন্দ ঘোষ 

() রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ () অরবিন্দ ঘোষ 

 

১.১১) ঝাঁসি বাহিনীর নেতৃত্বে ছিলেন— 

() লক্ষ্মী সেহগল

() কল্পনা দত্ত 

() প্রীতিলতা ওয়াদ্দেদার 

() সরলা দেবী 

উত্তরঃ () লক্ষ্মী সেহগল

 

১.১২) বাংলার ক্যাসটনবলা হয়- 

() সুরেশচন্দ্র মজুমদারকে 

() চার্লস উইলকিনসকে 

() পঞ্চানন কর্মকারকে

() উপেন্দ্রকিশোর রায়চৌধুরিকে

উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকারকে

 

১.১৩) IACS-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পান 

(ক) সি. ভি. রমন

() প্রফুল্ল চন্দ্র রায়

(গ) সত্যেন্দ্রনাথ বসু

() মেঘনাদ সাহা 

উত্তরঃ (ক) সি. ভি. রমন

 

১.১৪) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি হলেন- 

() এন. জি. রঙ্গ

() জয়প্রকাশ নারায়ণ

() স্বামী সহজানন্দ

() বাবা রামচন্দ্র

উত্তরঃ () স্বামী সহজানন্দ

 

১.১৫) লাঙ্গলপত্রিকার সম্পাদক— 

() কাজি নজরুল ইসলাম

() পি. সি. যোশী 

() মুজাফ্ফর আহমেদ 

() এস. . ডাঙ্গে

উত্তরঃ () কাজি নজরুল ইসলাম

 

১.১৬) ভারতে প্রথম মে দিবসপালিত হয়-

() মে, ১৯২৫ খ্রিঃ 

() মে, ১৯২০ খ্রিঃ 

() মে, ১৯২৩ খ্রিঃ

() মে, ১৯২৪ খ্রিঃ

উত্তরঃ () মে, ১৯২৩ খ্রিঃ

 

১.১৭) ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ ছিলেন— 

() মাতঙ্গিনী হাজরা 

() কল্পনা দত্ত 

() প্রীতিলতা ওয়াদ্দেদার 

() লীলা নাগ

উত্তরঃ () প্রীতিলতা ওয়াদ্দেদার 

 

১.১৮) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়— 

() গান্ধিআম্বেদকরের মধ্যে 

() গান্ধিআরউইনের মধ্যে

() গান্ধিনেহরুর মধ্যে 

() গান্ধি- বেন্টিঙ্কের মধ্যে

উত্তরঃ () গান্ধিআম্বেদকরের মধ্যে 

 

১.১৯) পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত— 

() পাক কাশ্মীর

() গুলাব কাশ্মীর 

() আখসাই কাশ্মীর

() আজাদ কাশ্মীর

উত্তরঃ () আজাদ কাশ্মীর

 

১.২০)  মিডনাইটস চিলড্রেনগ্রন্থটির লেখক হলেন-

() সলমন রুশদি 

() খুসবন্ত সিং 

() শঙ্খ ঘোষ 

() সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ () সলমন রুশদি 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ কোন বর্ষকে নারীবর্ষরূপে পালন করা হয় ?

উত্তরঃ ৮ ই মার্চ (১৯৭৫)

 

২.১.২ ব্রাহ্মসমাজের মুখপত্রটির নাম কী ?

উত্তরঃ তত্ত্ববোধনী পত্রিকা 

 

২.১.৩ মুন্ডাদের সূর্য দেবতার নাম কী ?

উত্তরঃ সিং, বোঙ্গা

 

২.১.৪ মহারানির ঘোষণাপত্র এদেশে কে পেশ করেন

উত্তরঃ লর্ড ক্যানিং 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ প্রথম সচিত্র বাংলা বই হল অন্নদামঙ্গল

উত্তরঃ ঠিক

 

২.২.২ গান্ধিজি আমেদাবাদের কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন

উত্তরঃ ঠিক

 

২.২.৩ অরন্ধন দিবসের পরিকল্পনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তরঃ ঠিক

 

২.২.৪ ভারতের বিসমার্ক হলেন সর্দার বল্লভভাই প্যাটেল

উত্তরঃ ঠিক

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ অরবিন্দ ঘোষ () আজাদ হিন্দ ফৌজ
২.৩.২ তারকনাথ পালিত () বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
২.৩.৩ কেশবচন্দ্র সেন () বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৩.৪ রশিদ আলি () নববিধান

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ অরবিন্দ ঘোষ (গ) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৩.২ তারকনাথ পালিত () বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
২.৩.৩ কেশবচন্দ্র সেন () নববিধান
২.৩.৪ রশিদ আলি () আজাদ হিন্দ ফৌজ

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১  দেশীয় রাজ্য জুনাগড়

২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর

২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি 

২.৪.৪ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসত

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ রচনা করেন।

ব্যাখ্যা-১ তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।

ব্যাখ্যা-২ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা

ব্যাখ্যা-৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা

উত্তরঃ ব্যাখ্যা-৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা

 

২.৫.২ বিবৃতি: জগদীশচন্দ্র বসু কলকাতায় ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা-১ তিনি পাশ্চাত্যের অনুকরণে ভারতে গবেষণা শুরু করতে চেয়েছিলেন

ব্যাখ্যা-২ তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা শুরু করতে চেয়েছিলেন

ব্যাখ্যা-৩ তিনি ভারতীয়দের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে চেয়েছিলেন

উত্তরঃ ব্যাখ্যা-২ তিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা শুরু করতে চেয়েছিলেন

 

২.৫.৩ বিবৃতি: গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।

ব্যাখ্যা-১ তিনি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি

ব্যাখ্যা-২ গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন

ব্যাখ্যা-৩ গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন

উত্তরঃ ব্যাখ্যা-৩ গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন

 

২.৫.৪ বিবৃতি : ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসন যুগ নামে পরিচিত।

ব্যাখ্যা ১ : এই সময় উদ্বাস্তুদের ত্রাণ পুনর্বাসনে জোর দেওয়া হয়। 

ব্যাখ্যা ২ : এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়

ব্যাখ্যা ৩ : এই সময় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়

উত্তরঃ ব্যাখ্যা ১ : এই সময় উদ্বাস্তুদের ত্রাণ পুনর্বাসনে জোর দেওয়া হয়। 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128.

Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128, Parshad test paper 2023 history page 128

4 thoughts on “Parshad test paper 2023 history page 128”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!