Fri. Mar 29th, 2024

Parshad test paper 2023 history page 139

parshad test paper 2023 history page 139

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১) “বঙ্গদর্শন” প্রথম প্রকাশিত হয় –

(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে

 

১.২) ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পোর্তুগিজরা।

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.৩) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন –

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড রিপন

(গ) লর্ড কর্নওয়ালিশ

(ঘ) লর্ড ডালহৌসি।

উত্তরঃ (ক) লর্ড ওয়েলেসলি

 

১.৪) কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে –

(ক) ১৭৬১ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭১ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে

 

১.৫) ‘নীলদর্পন’ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসুদন দত্ত

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) রেভারেন্ড জেমস্ লঙ্

উত্তরঃ (ঘ) রেভারেন্ড জেম্স লঙ্

 

১.৬) সন্ন্যাসী – ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন

(ক) ভবানী পাঠক

(খ) জোয়া ভগত

(গ) বিরসা মুন্ডা

(ঘ) বিদ্যাধর মহাপাত্র।

উত্তরঃ (ক) ভবানী পাঠক

 

১.৭) ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.৮) মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিঃ) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসাবে প্রথম নিযুক্ত হন

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিঙ্ক

(ঘ) লর্ড মাউন্টব্যাটেন।

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং

 

১.৯) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস হয়

(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

 

১.১০) ৭৬ – এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে –

(ক) গোরা উপন্যাসে

(খ) বর্তমান ভারত গ্রন্থে

(গ) আনন্দমঠ উপন্যাসে

(ঘ) পথেরদাবী গ্রন্থে।

উত্তরঃ (গ) আনন্দমঠ উপন্যাসে

 

১.১১) ‘ইউ রায় অ্যান্ড সন্স’ ভূমিকা নিয়েছিল –

(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে

(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে 

(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

(ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে।

উত্তরঃ (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে

 

১.১২) মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন

(ক) জেমস্ হিকি

(খ) জন ম্যাক

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) উইলিয়াম কেরি।

উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার

 

১.১৩) A.I.T.U.C. – এর প্রথম সম্পাদক হলেন

(ক) দেওয়ান চমনলাল

(খ) বাতিস্তা

(গ) লালা লাজপত রায়

(ঘ) অমৃত ডাঙ্গে

উত্তরঃ (ক) দেওয়ান চমনলাল

 

১.১৪) মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল –

(ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

(খ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

(গ) নরেন্দ্রনাথ রায়

(ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ।

উত্তরঃ (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য

 

১.১৫) কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

 

১.১৬) দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় –

(ক) কলকাতায়

(খ) ঢাকায়

(গ) বহরমপুরে

(ঘ) শিলিগুড়িতে।

উত্তরঃ (খ) ঢাকায়

 

১.১৭) অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন

(ক) শচীন্দ্রপ্রসাদ বসু

(খ) বাদল গুপ্ত

(গ) সতীশচন্দ্র বসু

(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়।

উত্তরঃ (গ) সতীশচন্দ্র বসু

 

১.১৮) ‘ভারতে বিপ্লববাদের জনক’ বলা হয় –

(ক) বারীন্দ্রকুমার ঘোষকে

(গ) সতীশচন্দ্র বসু

(গ) ক্ষুদিরাম বসুকে

(ঘ) বাসুদেব বলবন্ত ফাড়কেকে

উত্তরঃ (ঘ) বাসুদেব বলবন্ত ফাড়কে-কে

 

১.১৯) ভারত বিভাগের সময় গভর্নর জেনারেল ছিলেন

(ক) লর্ড ক্যানিং

(খ) লর্ড মিন্টো

(গ) লর্ড মাউন্টব্যাটেন

(ঘ) ওয়াভেল।

উত্তরঃ (গ) লর্ড মাউন্টব্যাটেন

 

১.২০) ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় –

(ক) ১৯৫০ – ৫১ খ্রিস্টাব্দে 

(খ) ১৯৫১ – ৫২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫২ – ৫৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৩ – ৫৪ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৯৫১ – ৫২ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কোনটি?

উত্তরঃ দিকদর্শন 

 

২.১.২ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?

উত্তরঃ উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ডকে 

 

২.১.৩ বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন ?

উত্তরঃ জেমস অগাস্টাস হিকি 

 

২.১.৪ থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো ।

উত্তরঃ কর্নেল হেনরি স্টিল ওলকট

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তরঃ ভুল

 

২.২.২ ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।

উত্তরঃ ভুল

 

২.২.৩ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কৃষিভিত্তিক কর্মসূচী গৃহীত হয়নি।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ স্বাধীনতার সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং।

উত্তরঃ ঠিক

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ ড্রিংকওয়াটার বেথুন ১. বর্তমান ভারত
২.৩.২ ভিল বিদ্রোহ  ২. জ্যোতিরাও ফুলে  
২.৩.৩ স্বামী বিবেকানন্দ ৩. হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.৪ গুলামগিরি ৪.  খান্দেশ

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ ড্রিংকওয়াটার বেথুন ৩. হিন্দু বালিকা বিদ্যালয়
২.৩.২ ভিল বিদ্রোহ  ৪.  খান্দেশ  
২.৩.৩ স্বামী বিবেকানন্দ ১. বর্তমান ভারত
২.৩.৪ গুলামগিরি ২. জ্যোতিরাও ফুলে 

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ দিল্লি

২.৪.২ নীলবিদ্রোহের এলাকা।

২.৪.৩ ভারতছাড়ো আন্দোলনের কেন্দ্র – তমলুক ।

২.৪.৪ দেশীয় রাজ্য জুনাগড় ।

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।

ব্যাখ্যা-১ নব্যবঙ্গ আন্দোলনের কোনো সংগঠন ছিল না।

ব্যাখ্যা-২ এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

ব্যাখ্যা-৩ এই আন্দোলন ব্রিটিশদের সঙ্গে বোঝাপড়া ছিল।

উত্তরঃ ব্যাখ্যা-২ এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

 

২.৫.২ বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল।

ব্যাখ্যা-১ শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করার জন্য।

ব্যাখ্যা-২ কমিউনিস্টদের দমনের জন্য।

ব্যাখ্যা-৩ শ্রমিক আন্দোলন দমনের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-৩ শ্রমিক আন্দোলন দমনের জন্য।

 

২.৫.৩ বিবৃতি: সন্ন্যাসী – ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল।

ব্যাখ্যা-১ বাংলায় সন্ন্যাসী – ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না।

ব্যাখ্যা-২ বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল।

ব্যাখ্যা-৩ বাংলায় সন্ন্যাসী – ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা-৩ বাংলায় সন্ন্যাসী – ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল।

 

২.৫.৪ বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২) সময়ে ভোগেশ্বরী ফুকোননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।

ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকোননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।

ব্যাখ্যা ২ : পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকোননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাঁকে গুলি করে।

ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান ।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকোননী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান ।

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139.

Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139, Parshad test paper 2023 history page 139

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!