JENPAUH 2017 Chemistry Question with Answer
JENPAUH 2017 Chemistry Question with Answer
Best Books for WBJEE JENPAS-UG
If you want to crack the WBJEE JENPAS-UG examination and get a good rank then at first, read syllabus wise textbooks and after that practice MCQ questions. Here we listed some books, which may help you to crack the West Bengal WBJEE JENPAS-UG Exam.
1. Biology Reference Books by chhaya Prakashani.
2. Biology Text Book by Dutta, Rath and Ganguly.
3. chemistry Reference Book by Md. Salim, Rabindranath Patra, Goutam Kumar Mukherjee.
4. Physics Reference Book by Prabir Sankar Sengupta, Shiekh Ashfaque Ali.
check Here – WBJEE JENPAUH EXAM SYLLABUS IN DETAILS
26. The hybrid states of C2 and C3 in the compound
CH2 = CH-C ≡ CH are
Options :
(A) sp and sp2
(B) sp2 and sp
(C) sp3 and sp
(D) sp and sp
Answer : (B) sp2 and sp
অথবা
CH2 = CH-C ≡ CH অণুতে C2 এবং C3 পরমাণুর সংকরায়ণ যথাক্রমে
Options :
(A) sp এবং sp2
(B) sp2 এবং sp
(C) sp3 এবং sp
(D) sp এবং sp
Answer : (B) sp2 এবং sp
27. Assume at STP, 112 ml of gaseous N2 is converted into its liquid state. Then its mass will be
অথবা
ধরা যাক STP-তে 112 ml গ্যাসীয় N2 তরলে রূপান্তরিত হল। তার ভর হবে
Options :
(A) 0.28 g
(B) 0.14 g
(C) 0.56g
(D) 0.84 g
Answer : (B) 0.14 g
28. Which is true for the pH of 10−8 (M) HCl solution in water?
অথবা
10−8 (M) HCl-এর জলীয় দ্রবণে pH-এর ক্ষেত্রে কোটি সঠিক?
Options :
(A) 7
(B) > 7
(C) < 7
(D) Zero
Answer : (C) < 7
29. Which of the elements (pair) are purified using electrochemical principles?
অথবা
কোন ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধিকরণ তড়িৎ-বিশ্লেষণ দ্বারা সম্পন্ন হয় ?
Options :
(A) Cu and Zn
(B) Ge and Si
(C) Zr and Ti
(D) Zn and Hg
Answer : (A) Cu and Zn
30. If the ratio of rates of diffusion of two gases A and B is 4 : 1, the ratio of their densities is
অথবা
A এবং B দুটি গ্যাসের ব্যাপনের হার 4:1 হলে, তাদের ঘনত্বের অনুপাত
Options :
(A) 1 : 16
(B) 1 : 4
(C) 1 : 8
(D) 1 : 2
Answer : (A) 1 : 16
31.Which compound reacts with phenol to form bakelite?
অথবা
ফেনলের সাথে কোন যৌগের বিক্রিয়ায় ব্যাকেলাইট প্রস্তুত হয় ?
Options :
(A) HCHO
(B) C6H5CHO
(C) CH3CHO
(D) CH3CH2CHO
Answer : (A) HCHO
32. The nature of bonds present in CuSO45H2O are
Options :
(A) only covalent bonds.
(B) covalent and co-ordinate bonds.
(C) covalent, co-ordinate, ionic and hydrogen bonds.
(D) covalent and ionic bond.
Answer : (C) covalent, co-ordinate, ionic and hydrogen bonds.
অথবা
CuSO45H2O অণুতে উপস্থিত বন্ধন হল
Options :
(A) শুধুমাত্র সমযােজী বন্ধন।
(B) সমযােজী এবং একমুখী সমযােজী বন্ধন।
(C) সমযােজী, একমুখী সমযােজী, আয়নীয় এবং হাইড্রোজেন বন্ধন।
(D) সমযােজী এবং আয়নীয় বন্ধন।
Answer : (C) সমযােজী, একমুখী সমযােজী, আয়নীয় এবং হাইড্রোজেন বন্ধন।
33. A first order reaction takes 1.26 × 1014s for 50% completion. The time required for 100% completion is
অথবা
একটি প্রথম ক্রম বিক্রিয়ায় 50% সম্পন্ন হতে 1.26 × 1014s সময় লাগে। বিক্রিয়াটি 100% সম্পূর্ণ হতে সময় লাগবে
Options :
(A) 1.26 × 1015s
(B) 2.52 × 1014s
(C) 2.52 × 1028s
(D) Infinity
Answer : (D) Infinity
34. Which reactions represent a disproportionation reaction?
অথবা
নীচের বিক্রিয়াগুলির মধ্যে কোনগুলি ডিসপ্রােপােরসনেশন বিক্রিয়া ?
(i) Cu+→ Cu2+ + Cu
(ii)
(iii) 2KMnO4 → K2MnO4 + MnO2
(iv)
Options :
(A) (i), (iii)
(B) (i), (ii), (iii)
(C) (ii), (iii), (iv)
(D) (i), (iv)
Answer : (B) (i), (ii), (iii)
35. Which of the following bases are not present in DNA ?
Options :
(A) Adinine
(B) Thymine
(C) Cytosin
(D) Uracil
Answer : (D) Uracil
অথবা
নীচের ক্ষারকগুলির কোনটি DNA-তে অনুপস্থিত ?
Options :
(A) অ্যাডিনিন
(B) থাইমিন
(C) সাইটোসিন
(D) ইউরাসিল
Answer : (D) ইউরাসিল
36. and are
Options :
(A) Isotopes
(B) Isobars
(C) Isotones
(D) None of the above
Answer : (C) Isotones
অথবা
ও হল
Options :
(A) আইসােটোপ
(B) আইসােবার
(C) আইসােটোন
(D) উপরের কোনটি নয়
Answer : (C) আইসােটোন
37. For the reaction N2 (g) + O2 (g) ⇔ NO (g), at 2000K, the equilibrium constant is 4 × 10−4. In presence of a catalyst, the reaction reaches equillibrium ten times faster. At 2000K, the equilibrium constant in presence of catalyst is
Options :
(A) 40 × 10−4
(B) 4 × 10−4
(C) 4 × 10−3
(D) Cannot be evaluated
Answer : (B) 4 × 10−4
অথবা
2000K উষ্ণতায় N2 (g) + O2 (g) ⇔ NO (g), বিক্রিয়াটির সাম্য ধ্রুবক 4 × 10−4 অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি দশগুণ তাড়াতাড়ি সাম্যাবস্থায় পৌঁছায়।অনুঘটকের উপস্থিতিতে, 2000K তে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক হল
Options :
(A) 40 × 10−4
(B) 4 × 10−4
(C) 4 × 10−3
(D) নির্ণয় করা যাবে না
Answer : (B) 4 × 10−4
38. Which of the following is prepared by Solvay Process ?
Options :
(A) Na metal
(B) Washing soda
(C) KClO3
(D) Ammonia
Answer : (B) Washing soda
অথবা
সলভে পদ্ধতিতে কোনটি প্রস্তুত হয় ?
Options :
(A) Na ধাতু
(B) কাপড় কাচা সােডা
(C) KClO3
(D) অ্যামােনিয়া
Answer : (B) কাপড় কাচা সােডা
39. Glycerol is added in soap preparation. It serves
Options :
(A) as a filler.
(B) to increase lather formation.
(C) to stop drying up on application.
(D) as an ingredient for soap preparation.
Answer : (C) to stop drying up on application.
অথবা
সাবান প্রস্তুতিতে গ্লিসারল যােগ করা হয়। এটি
Options :
(A) ক্রিয়া করে ফিলার হিসেবে।
(B) ক্রিয়া করে অধিক ফেনা সৃষ্টি করাতে।
(C) ব্যবহারকালীন দ্রুত শুকিয়ে যাওয়া রােধ করে।
(D) সাবান তৈরির একটি উপাদান হিসাবে কাজ করে।
Answer : (C) ব্যবহারকালীন দ্রুত শুকিয়ে যাওয়া রােধ করে।
40. The reagent which differentiates between Fe2+ and Fe3+ in identification is
অথবা
Fe2+ ও Fe3+ এর মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়, এই বিকারকের সাহায্যে
Options :
(A) BaCl2
(B) AgNO3
(C) (NH4)2Cr2O7
(D) NH4SCN
Answer : (D) NH4SCN
41. Which functional group can be identified by esterification test?
Options :
(A) Aldehyde
(B) Carboxylic Acid
(C) Phenolic-OH
(D) Carbonyl
Answer : (B) Carboxylic Acid
অথবা
এস্টারিফিকেশন পরীক্ষার দ্বারা কোন কার্যকরী গ্রুপের শনাক্তকরণ করা হয় ?
Options :
(A) অ্যালডিহাইড
(B) কার্বক্সিলিক অ্যাসিড
(C) ফেনলিক-OH
(D) কার্বনিল
Answer : (B) কার্বক্সিলিক অ্যাসিড
42. A reversible chemical reaction is exothermic. Which statement is correct ?
Options :
(A) The activation energy of backward reaction is more.
(B) The activation energy of both the forward and backward reactions are the same.
(C) The activation energy of the backward reaction is lesser.
(D) The reaction releases heat, hence activation energy is not required.
Answer : (A) The activation energy of backward reaction is more.
অথবা
একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটি তাপদায়ী হলে, নীচের কোন্ বিবৃতিটি সঠিক ?
Options :
(A) সন্মুখ বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বেশি।
(B) সম্মুখ ও বিপরীত উভয় বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি সমান।
(C) বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কম।
(D) বিক্রিয়াটি তাপ উৎপাদক, তাই কোনাে সক্রিয়করণ শক্তির প্রয়ােজন হয় না।
Answer : (A) সন্মুখ বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বেশি।
43. Which of the following KCl aqueous solutions has the lowest value for specific conductance ?
অথবা
কোন KCI-এর জলীয় দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা সবচেয়ে কম ?
Options :
(A) 1M
(B) 0.1M
(C) 0.01M
(D) 0.001M
Answer : (D) 0.001M
44. For the reaction : A + 2B → C, 5 moles of A and 8 moles of B will produce
Options :
(A) 5 moles of C
(B) 4 moles of C
(C) 8 moles of C
(D) 13 moles of C
Answer : (B) 4 moles of C
অথবা
A + 2B → C বিক্রিয়াটিতে, 5 মােল A এবং 8 মােল B বিক্রিয়া করে প্রস্তুত করবে
Options :
(A) 5 মােল C
(B) 4 মােল C
(C) 8 মােল C
(D) 13 মােল C
Answer : (B) 4 মােল C
45. Which solution will have the highest pH ?
অথবা
নিম্নলিখিত জলীয় দ্রবণগুলির মধ্যে কোন্ দ্রবণের pH সবাধিক ?
Options :
(A) KCl
(B) K2CO3
(C) NH4Cl
(D) (NH4)2CO3
Answer : (B) K2CO3
46. Identify Y in the given reaction :
অথবা
প্রদত্ত বিক্রিয়ায় Y যৌগটিকে শনাক্ত কর –
Answer : (A)
47. Which compounds react with neutral FeCl3 solution to form a purple solution ?
Options :
(A) Benzoic acid and acetic acid
(B) Benzoic acid and phenol
(C) Acetic acid and phenol
(D) Phenol and salicylic acid
Answer : (D) Phenol and salicylic acid
অথবা
কোন যৌগগুলির প্রশম FeCl3 দ্রবণের সাথে বিক্রিয়া করে। বেগুনি রঙের বর্ণ উৎপন্ন করে ?
Options :
(A) বেঞ্জোয়িক অ্যাসিড ও অ্যাসেটিক অ্যাসিড
(B) বেঞ্জোয়িক অ্যাসিড ও ফেনল
(C) অ্যাসেটিক অ্যাসিড ও ফেনল
(D) ফেনল ও স্যালিসাইলিক অ্যাসিড
Answer : (D) ফেনল ও স্যালিসাইলিক অ্যাসিড
48. The addition of HBr to propene occurs in accordance to
Options :
(A) Konowalov’s rule
(B) Trouton’s rule
(C) Hund’s rule
(D) Markownikov’s rule
Answer : (D) Markownikov’s rule
অথবা
প্রােপিনের সাথে HBr এর যুত বিক্রিয়া যে নীতি মেনে হয়,
Options :
(A) কোনাওলােফ নীতি
(B) ট্রাউটন নীতি
(C) হুন্ড নীতি
(D) মার্কোনিকভ নীতি
Answer : (D) মার্কোনিকভ নীতি
49. Which of the following contains Hydrogen bond ?
Options :
(A) HCl
(B) H2S
(C) Dry ice
(D) Ice
Answer : (D) Ice
অথবা
কোন্ যৌগটিতে হাইড্রোজেন বন্ধন বর্তমান ?
Options :
(A) HCl
(B) H2S
(C) শুষ্ক বরফ
(D) বরফ
Answer : (D) বরফ
50. The oxidation state of chlorine in Cl2O7 is
অথবা
Cl2O7 তে ক্লোরিনের জারণ সংখ্যা কত ?
Options :
(A) +7
(B) +5
(C) +3
(D) −7
Answer : (A) +7
JENPAUH 2017 Chemistry Question with Answer
JENPAUH 2017 Chemistry Question with Answer, JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer,JENPAUH 2017 Chemistry Question with Answer