Koshe Dekhi 1.2 Class 10
Koshe dekhi 1.2 class 10
(i) ও সমাধান : যদি 1 এবং − 1 দ্বিঘাত সমীকরণের বীজ হতে হয়, তবে এবং মানে দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ হতে হবে। এখন, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল না। সুতরাং, 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব নয়। আবার, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল না। সুতরাং, − 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব নয়। উত্তর : 1 এবং − 1 দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া সম্ভব নয়।
Q1. নীচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি:
(ii) ও সমাধান : যদি 0 এবং − 2 দ্বিঘাত সমীকরণের বীজ হতে হয়, তবে এবং মানে দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ হতে হবে। এখন, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল। সুতরাং, 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির একটি বীজ হওয়া সম্ভব। আবার, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল না। সুতরাং, − 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব নয়। উত্তর : 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ হওয়া সম্ভব কিন্তু − 2 দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া সম্ভব নয়।
Q1. নীচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি:
Q1. নীচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি: (iii) ও সমাধান : যদি এবং দ্বিঘাত সমীকরণের বীজ হতে হয়, তবে এবং মানে দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ হতে হবে। এখন, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল না। সুতরাং, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব নয়। আবার, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল না। সুতরাং, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব নয়। উত্তর : এবং দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া সম্ভব নয়।
(iv) ও সমাধান : যদি এবং দ্বিঘাত সমীকরণের বীজ হতে হয়, তবে এবং মানে দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ হতে হবে। এখন, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল। সুতরাং, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব। আবার, হলে, এর মান হবে,
অর্থাৎ, এ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হল। সুতরাং, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ হওয়া সম্ভব। উত্তর : এবং দ্বিঘাত সমীকরণের বীজ হওয়া সম্ভব।
Q1. নীচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি:
Q2. (i) k -এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে হিসাব করে লিখি। সমাধান : যেহেতু, হল দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এর পরিবর্তে আমরা বসাতে পারব। ∴ দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই,
বা, বা, বা, বা, বা, বা, বা,
উত্তর : নির্ণেয় k এর মান
Q2. (ii) k -এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে হিসাব করে লিখি। সমাধান : যেহেতু, হল দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এর পরিবর্তে আমরা বসাতে পারব। ∴ দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই,
বা, বা,
উত্তর : নির্ণেয় k এর মান
Q3. যদি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ ও হয় তবে a ও b -এর মান নির্ণয় করি। সমাধান : যেহেতু, হল দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এর পরিবর্তে আমরা বসাতে পারব। ∴ দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই,
বা, বা, প্রত্যেকটি পদকে 9 (3 ও 9 এর ল. সা. গু.) দ্বারা গুন করে পাই, বা, বা,
আবার, যেহেতু, হল দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এর পরিবর্তে আমরা বসাতে পারব। ∴ দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই,
বা,
এখন, (i) নং সমীকরণে বসিয়ে পাই,
এখন, (ii) নং সমীকরণে বসিয়ে পাই,
উত্তর : নির্ণেয়
Q4. সমাধান করি : (i) সমাধান :
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান 6, − 6.
Q4. সমাধান করি : (ii) সমাধান :
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান 3, − 3.
Q4. সমাধান করি : (iii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়,
অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান 22, − 6.
Q4. সমাধান করি : (iv) সমাধান :
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান 3, − 3.
Q4. সমাধান করি : (v) সমাধান :
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান 6, − 6.
Q4. সমাধান করি : (vi) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়,
অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি : (vii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অথবা,
বা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
বা,
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (viii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ,
অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান .
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (ix) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ,
অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (x) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ,
অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xi) সমাধান :
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
(xiii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি :
Koshe dekhi 1.2 class 10
(xiv) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ,
অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি :
Koshe dekhi 1.2 class 10
(xv) সমাধান :
ধরি,
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ,
অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি :
Koshe dekhi 1.2 class 10
সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি :
(xvi)
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xvii) সমাধান :
ধরি,
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xviii) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xix) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Koshe dekhi 1.2 class 10
Q4. সমাধান করি : (xx) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অথবা,
উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান
Q4. সমাধান করি : (xxi) সমাধান :
দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়, অর্থাৎ, অথবা, উত্তরঃ নির্ণেয় দ্বিঘাত সমীকরণের সমাধান