Mon. Dec 23rd, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 468

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.1) নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়

() 1940 এর দশকে

() 1950 এর দশকে

() 1960 এর দশকে

() 1990 এর দশকে

উত্তরঃ () 1960 এর দশকে

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.2) বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়

() 1818 খ্রিস্টাব্দে

() 1855 খ্রিস্টাব্দে

() 1870 খ্রিস্টাব্দে

() 1872 খ্রিস্টাব্দে 

উত্তরঃ () 1872 খ্রিস্টাব্দে

 

Q 1.3) সর্বধর্ম সমন্বয় আদর্শের প্রচারক

() লালন ফকির

() স্বামী বিবেকানন্দ

() শ্রীরামকৃষ্ণ

() রাজা রামমোহন রায়

উত্তরঃ () শ্রীরামকৃষ্ণ

 

Q 1.4) বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন

() রামগোপাল ঘোষ

() কেশব চন্দ্র সেন

() উমেশচন্দ্র দত্ত

() স্বর্ণকুমার দেবী

উত্তরঃ () উমেশচন্দ্র দত্ত

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.5) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বেমানান, সেটি হল

() ডেভিড হেয়ার

() কালীপ্রসন্ন সিংহ

() রাজা রামমোহন রায়

() ড্রিংক ওয়াটার বেথুন 

উত্তরঃ () #

 

Q 1.6) ব্রহ্মানন্দনামে পরিচিত ছিলেন

() অক্ষয় কুমার দত্ত

() দ্বারকানাথ বিদ্যাভূষণ

() কেশব চন্দ্র সেন

() রাজনারায়ণ বসু

উত্তরঃ () কেশব চন্দ্র সেন

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.7) অরন্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয়

()1860 খ্রিস্টাব্দে 

()1865 খ্রিস্টাব্দে 

()1868 খ্রিস্টাব্দে 

()1872 খ্রিস্টাব্দে।

উত্তরঃ () #

 

Q 1.8) বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন

() দুদু মিয়া

() কানহু

() তিতুমীর

() বিরসা মুন্ডা। 

উত্তরঃ () তিতুমীর

 

Q 1.9) কে ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন

() শিবনাথ শাস্ত্রী

() সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

() রামগোপাল ঘোষ

()শিশির কুমার ঘোষ। 

উত্তরঃ () শিশির কুমার ঘোষ

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.10) হিন্দু মেলা অপর কি নামে পরিচিত ছিল

() চৈত্র মেলা

() সঞ্জীবনী সভা

() তত্ত্ববোধিনী সভা

() ব্রহ্মচর্য সভা। 

উত্তরঃ () চৈত্র মেলা

 

Q 1.11) মহারানীর ঘোষণাপত্র (1858) অনুসারে ভারতের প্রথম রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন

() লর্ড ডালহৌসি

() লর্ড ক্যানিং

() লর্ড বেন্টিং

() লর্ড মাউন্টব্যাটেন। 

উত্তরঃ () লর্ড ক্যানিং

 

Q 1.12) এখানে আলাদা গোত্রের উপাদানটি হল-

() ভারত মাতা

() গোরা

() আনন্দমঠ

() বর্তমান ভারত। 

উত্তরঃ () #

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.13) রাধানাথ শিকদার কাজ করতেন-

() ভূতত্ত্ব বিভাগে

() জরিপ বিভাগে

() হিন্দু কলেজে

() প্রশাসন বিভাগে।

উত্তরঃ () জরিপ বিভাগে

 

Q 1.14) ‘বসু বিজ্ঞান মন্দিরে’র প্রতিষ্ঠাতা-

() জগদীশচন্দ্র বসু

() সত্যেন্দ্রনাথ বসু

() চন্দ্রমুখি বসু 

() আনন্দমোহন বসু। 

উত্তরঃ () জগদীশচন্দ্র বসু

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.15) বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স  বিরোধী আন্দোলনের নেতা ছিলেন-

() সতীশ চন্দ্র সামন্ত

() দেশপ্রাণ শাসমল

() সুভাষচন্দ্র বসু

() হেমন্ত কুমার সরকার।

উত্তরঃ () দেশপ্রাণ শাসমল

 

Q 1.16) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল-

() 1927 খ্রিস্টাব্দে

() 1929 খ্রিস্টাব্দে

() 1917 খ্রিস্টাব্দে

() 1920 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1920 খ্রিস্টাব্দে

 

Q 1.17) মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন-

() লন্ডনে

() প্যারিসে

() স্টুটগার্টে

() বার্লিনে।  

উত্তরঃ () স্টুটগার্টে

 

ABTA Test Paper 2019-2020 History Page 468

Q 1.18) বি ভি গোষ্ঠীর মূল সংগঠক ছিলেন-

() সুভাষচন্দ্র বসু

() হেমচন্দ্র ঘোষ

() দীনেশ গুপ্ত

() সূর্য সেন। 

উত্তরঃ () #

 

Q 1.19) আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-

() কল্পনা দত্ত

() বীণা দাস

() প্রীতিলতা ওয়াদ্দেদার

() কমলাদেবী চট্টোপাধ্যায়। 

উত্তরঃ () কমলাদেবী চট্টোপাধ্যায়

 

Q 1.20) ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্য যোগ দিয়েছিল-

() 550 টি

() 560 টি

() 552 টি

() 540 টি। 

উত্তরঃ () 560 টি

Thank You

One thought on “ABTA Test Paper 2019-2020 History Page 468”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!