ABTA Test Paper 2021-22 Geography Page 336
ABTA Test Paper 2021-22 Geography Page 336
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ অতিগভীর ‘I’ আকৃতির উপত্যকাকে বলে –
(ক) গিরিখাত
(খ) ক্যানিয়ন
(গ) কর্তিত স্পার
(ঘ) প্লাঞ্জপুল
উত্তরঃ (খ) ক্যানিয়ন
১.২ শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হল –
(ক) ক্ষয়ীভবন
(খ) পর্যায়ন
(গ) নগ্নীভবন
(ঘ) আবহবিকার
উত্তরঃ (ঘ) আবহবিকার
১.৩ হিমবাহের পৃষ্টদেশের ফাটলগুলিকে বলা হয় –
(ক) বার্গস্রুড
(খ) হিমসিঁড়ি
(গ) ক্রেভাস
(ঘ) পরিখা
উত্তরঃ (গ) ক্রেভাস
১.৪ সমপ্রায়ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে –
(ক) গৌর
(খ) মোনাডনক
(গ) ইয়ারদাং
(ঘ) হামাদা
উত্তরঃ (খ) মোনাডনক
১.৫ কোন্টি মরুকরণে সাহায্য করে না?
(ক) অতিরিক্ত পশুচারণ
(খ) অতিরিক্ত চাষাবাদ
(গ) বনভূমি ধ্বংস
(ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ
উত্তরঃ (ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ
১.৬ জায়িস শস্য কোন্ মাসে সংগ্রহ করা হয়?
(ক) জানুয়ারী
(খ) ডিসেম্বর
(গ) ফেব্রুয়ারী
(ঘ) জুন
উত্তরঃ (ঘ) জুন
১.৭ কার্পাস যে নামে পরিচিত হল তা হল –
(ক) স্বর্ণতন্তু
(খ) রৌপ্যতন্তু
(গ) বীজতন্তু
(ঘ) হীরকতন্তু
উত্তরঃ (ক) স্বর্ণতন্তু
১.৮ ভারতে রেলের বগি তৈরি হয় –
(ক) পেরাম্বুরে
(খ) বারানসীতে
(গ) কলকাতায়
(ঘ) বেঙ্গালুরুতে
উত্তরঃ (ক) পেরাম্বুরে
১.৯ ভারতে ডেট্রয়েট বলা হয় –
(ক) জামশেদপুরকে
(খ) চেন্নাইকে
(গ) গুরগাঁওকে
(ঘ) মুম্বাইকে
উত্তরঃ (খ) চেন্নাইকে
১.১০ ভারতে প্রথম জনগননা করা হয় –
(ক) ১৮৭১ সালে
(খ) ১৮৭২ সালে
(গ) ১৮৮১ সালে
(ঘ) ১৮৯১ সালে
উত্তরঃ (ক) ১৮৭১ সালে
১.১১ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল –
(ক) ১নং জাতীয় সড়ক
(খ) ২নং জাতেয় সড়ক
(গ) ৬নং জাতীয় সড়ক
(ঘ) ৪৪নং জাতীয় সড়ক
উত্তরঃ (ঘ) ৪৪নং জাতীয় সড়ক
১.১২ কৃত্রিক পোতাশ্রয়ের একটি উদাহরণ হল –
(ক) মুম্বাই
(খ) কোচি
(গ) চেন্নাই
(ঘ) বিশাখাপত্তনম
উত্তরঃ (গ) চেন্নাই
১.১৩ কোন, শিল্পে ব্যবহৃত কাঁচামালটির পণ্যসূচক এক –
(ক) লৌহ ইস্পাত
(খ) বস্ত্রশিল্প
(গ) সিমেন্ট
(ঘ) অ্যালুমিনিয়াম
উত্তরঃ (খ) বস্ত্রশিল্প
১.১৪ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার হল –
(ক) মাদুরাই
(খ) চেন্নাই
(গ) কোয়েম্বাটুর
(ঘ) বেঙ্গালুরু
উত্তরঃ (গ) কোয়েম্বাটুর
ABTA Test Paper 2021-22 Geography Page 336
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ ‘অ’
২.১.২ ড্রেইকান্টারে শিলাখন্ডের তিনদিকেই ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৩ ভারতে চা গবেষণাগার রয়েছে আসামের জোরহাটে।
উত্তরঃ ‘শু’
২.১.৪ ভারতের একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হল বিশাখাপত্তনম।
উত্তরঃ ‘শু’
২.১.৫ গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়।
উত্তরঃ ‘অ’
২.১.৬ সোনালী চতুর্ভূজ প্রকল্প রেল ব্যবস্থার সাথে যুক্ত।
উত্তরঃ ‘অ’
২.১.৭ ভারতের কলকাতা শহরে গঙ্গা নদীর নীচ দিয়ে মেট্রো চালু হচ্ছে।
উত্তরঃ ‘শু’
ABTA Test Paper 2021-22 Geography Page 336
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থা পূরণ করো। (যে কোনো ছয়টি) :
২.২.১ বরফহীন পর্বতশিখরকে __________ বলে।
উত্তরঃ নুনাটাকস
২.২.২ আফ্রিকার ভিক্তোরিয়া জলপ্রপাত __________ নদীর ওপর অবস্থিত।
উত্তরঃ জাম্বেসি
২.২.৩ শিলাময় মরুভূমির নাম __________।
উত্তরঃ হামাদা
২.২.৪ __________ কে ভারতের কমলালেবুর শহর বলে।
উত্তরঃ নাগপুরকে
২.২.৫ __________ শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়।
উত্তরঃ বেঙ্গালুরু
২.২.৬ আদমসুমারি কথার অর্থ __________।
উত্তরঃ লোক গণনা বা জন গণনা
২.২.৭ ভারতের জাতীয় সড়কপথ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় __________।
উত্তরঃ NHAI
ABTA Test Paper 2021-22 Geography Page 336
২.৩ দু-এক কথায় উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
২.৩.১ দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?
উত্তরঃ করিডর
২.৩.২ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন্টি?
উত্তরঃ সাল্টো এঞ্জেল
২.৩.৩ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিছিন্ন হলে তাকে কী বলে?
উত্তরঃ ভ্যালি ট্রেন
২.৩.৪ ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কন্টি?
উত্তরঃ লাক্ষাদ্বীপ
২.৩.৫ ভারতে কোন্ ধরনের কফির চাষ বেশি হয়?
উত্তরঃ রোবাস্টা
২.৩.৬ শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্ত কে?
উত্তরঃ অগাস্ট লস
২.৩.৭ ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৭৬%
ABTA Test Paper 2021-22 Geography Page 336
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক |
ডানদিক |
২.৪.১ পূর্ব রেলপথ ২.৪.২ উত্তর-দক্ষিণ করিডর ২.৪.৩ পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ২.৪.৪। পুষ্যা |
(১) জামনগর (২) গম গবেষণাগার (৩) কলকাতা (৪) শ্রীনগর-কন্যাকুমারী |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ পূর্ব রেলপথ ২.৪.২ উত্তর-দক্ষিণ করিডর ২.৪.৩ পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র ২.৪.৪। পুষ্যা |
(৩) কলকাতা (৪) শ্রীনগর-কন্যাকুমারী (১) জামনগর (২) গম গবেষণাগার |
ABTA Test Paper 2021-22 Geography Page 336