Koshe dekhi 15.3 class 9
Koshe dekhi 15.3 class 9
1. রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি. এবং উচ্চতা 4 সেমি.। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। সমাধানঃ রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমির দৈর্ঘ্য × উচ্চতা = 5 সেমি. × 4 সেমি. = 20 বর্গসেমি. উত্তরঃ রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গসেমি.।
Koshe dekhi 15.3 class 9
2. একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি. হয় তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। সমাধানঃ ধরি, সামান্তরিকটির উচ্চতা h সেমি ∴ সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য = 2h সেমি প্রশ্নানুসারে, h × 2h = 98 বা, 2h2 = 98 বা, h2 = 49 বা, ∴ h = 7 সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য = 2 × 7 = 14 সেমি উত্তরঃ সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য 14 সেমি. ও উচ্চতা 7 সেমি.
Koshe dekhi 15.3 class 9
3. আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। সমাধানঃ ধরি, ABCD একটি সামান্তরিক আকারের জমি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে BC = 15 মিটার ও AB = 13 মিটার। যেহেতু, BD>BC ∴ BD ≠ 14 মিটার ∴ কর্ণের দৈর্ঘ্য AC = 14 মিটার ∴ ΔABC এর অর্ধপরিসীমা (s)
= 21 মিটার ∴ ΔABC এর ক্ষেত্রফল
= 7 × 3 × 2 × 2 = 84 বর্গ মিটার যেহেতু, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, সুতরাং সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল = 2 × 84 বর্গমিটার = 168 বর্গমিটার। উত্তরঃ সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল 168 বর্গমিটার।
Koshe dekhi 15.3 class 9
4. পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি. ও 15 সেমি. এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি.। হিসাব করে 25 সেমি. বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। সমাধানঃ ধরি, ABCD একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে BC = 25 সেমি. ও AB = 15 সেমি.। যেহেতু, BD>BC ∴ BD ≠ 20 সেমি. ∴ কর্ণের দৈর্ঘ্য AC = 20 সেমি. ∴ ΔABC এর অর্ধপরিসীমা (s)
= 30 সেমি. ∴ ΔABC এর ক্ষেত্রফল
= 10 × 3 × 5 = 150 বর্গ সেমি. সুতরাং,
বা, বা, ∴ AE = 12 সেমি. উত্তরঃ 25 সেমি. বাহুর উপর সামান্তরিকের উচ্চতা 12 সেমি.।
Koshe dekhi 15.3 class 9
5. একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি. ও 12 সেমি.। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি. হলে, বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করি। সমাধানঃ ধরি, ABCD একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে BC = 15 সেমি. ও AB = 12 সেমি.। ক্ষুদ্রতর বাহু দুটি AB ও CD এর মধ্যে দূরত্ব CM = 7.5 সেমি. এবং বৃহত্তর বাহু দুটি AD ও BC এর মধ্যে দূরত্ব AN = x সেমি. সুতরাং,
বা, বা, 12 × 7.5 = 15 × x বা, ∴ x = 6 সেমি. উত্তরঃ বৃহত্তর বাহু দুটির দূরত্ব 6 সেমি.।
Koshe dekhi 15.3 class 9
6. একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে, উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, ABCD রম্বসের কর্ণদ্বয় AC = 15 মিটার ও BD = 20 মিটার আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। ∴ সমকোনী ত্রিভূজ AOB এর
মিটার এবং
মিটার এখন, AB2 = BO2 + AO2 বা, বা, বা, বা, বা,
∴ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য মিটার। ∴ রম্বসটির পরিসীমা
= 50 মিটার এবং রম্বসটির ক্ষেত্রফল
= 150 বর্গমিটার ΔABC এর ক্ষেত্রফল মিটার = 75 মিটার ধরি, রম্বসটির উচ্চতা AP= h মিটার এখন,
বা, বা, ∴ h = 12 মিটার উত্তরঃ রম্বসটির পরিসীমা 50 মিটার, ক্ষেত্রফল 150 বর্গমিটার এবং উচ্চতা 12 মিটার।
Koshe dekhi 15.3 class 9
7. একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহুদুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ প্রদত্ত, রম্বসের পরিসীমা 440 মিটার ∴ রম্বসের বাহুর দৈর্ঘ্য
= 110 মিটার এবং সমান্তরাল বাহুদুটির মধ্যে দূরত্ব 22 মিটার অর্থাৎ, রম্বসের উচ্চতা = 22 মিটার। ∴ রম্বসের ক্ষেত্রফল = 110 মিটার × 22 মিটার = 2420 বর্গ মিটার উত্তরঃ রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2420 বর্গ মিটার।
Koshe dekhi 15.3 class 9
8.যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি. এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি. হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, ABCD রম্বসের পরিসীমা 20 সেমি। ∴ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি = 5 সেমি এবং রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য AC=6 সেমি। আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। ∴ AO = OC সেমি =3 সেমি এখন, সমকোণী ত্রিভূজ AOB থেকে পাই, OB2 = AB2 − AO2 বা, OB2 =52 − 32 বা, OB2 = 25 − 9 বা, OB = √16 ∴ OB = 4সেমি ∴ BD = 2 × OB = 2 × 4 সেমি = ৪ সেমি ∴ রম্বসটির ক্ষেত্রফল বর্গ সেমি = 24 বর্গ সেমি উত্তরঃ রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি।
Koshe dekhi 15.3 class 9
9. একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রটির বাহুদ্বয় যথাক্রমে 3x ডেকামিটার এবং 4x ডেকামিটার। প্রশ্নানুসারে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা = 1400 বা, (3x + 4x) × 20 = 1400 70x = 1400 বা, ∴ x = 20 ∴ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে = 3 × 20 ডেকামিটার = 60 ডেকামিটার এবং 4 × 20 = 80 ডেকামিটার। উত্তরঃ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 60 ডেকামিটার এবং 80 ডেকামিটার।
Koshe dekhi 15.3 class 9
10. 8 সেমি বাহুবিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি (সংকেত: সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাব) সমাধানঃ যেহেতু, সুষম ষড়ভুজের কর্ণগুলি সুষম ষড়ভুজটিকে সমান ছয়টি সর্বসম সমবাহু ত্রিভুজে ভাগ করে সুতরাং, 8 সেমি. বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
= 16√3 বর্গ সেমি. ∴ সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = 6 × 16√3 = 96√3 বর্গ সেমি. উত্তরঃ সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96√3 বর্গ সেমি.
Koshe dekhi 15.3 class 9
11. ABCD চতুর্ভুজের AB =5 মিটার, BC =12 মিটার, CD =14 মিটার, DA =15 মিটার এবং ∠ABC=90° হলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, ABCD চতুর্ভুজের AB = 5 মিটার, BC = 12 মিটার, CD = 14 মিটার, DA = 15 মিটার এবং ∠ABC=90° ∴ সমকোণী ত্রিভূজ ABC থেকে পাই, AC2 = AB2 + BC2 বা, AC2 = 52 + 122 বা, AC2 = 25 + 144 বা, ∴ AC = 13 সমকোণী ΔABC এর ক্ষেত্রফল বর্গ মিটার = 30 বর্গমিটার এখন বিষমবাহু ΔACD এর অর্ধপরিসীমা মিটার = 21 মিটার ∴ ΔACD এর ক্ষেত্রফল
= 7 × 3 × 2 × 2 = 84 বর্গমিটার ∴ ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল = (30 + 84) বর্গমিটার = 114 বর্গমিটার উত্তরঃ ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল 114 বর্গমিটার।
Koshe dekhi 15.3 class 9
12. সাহিন ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছে, যার BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি. এবং A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর দুটি লম্ব এঁকেছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি. ও 11 সেমি.। হিসাব করে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র ABCD -এর ক্ষেত্রফল লিখি। সমাধানঃ প্রদত্ত, ABCD একটি ট্রাপিজিয়ামের BD কর্ণের দৈর্ঘ্য 11 সেমি. ধরি, A ও C বিন্দু থেকে BD কর্ণের উপর অঙ্কিত দুটি লম্বের দৈর্ঘ্য যথাক্রমে AP = 5 সেমি. ও CR = 11 সেমি.। এখন, ΔABD এর ক্ষেত্রফল
বর্গসেমি আবার, ΔBDC এর ক্ষেত্রফল
বর্গসেমি ∴ ABCD -এর ক্ষেত্রফল বর্গসেমি বর্গসেমি বর্গসেমি = 88 বর্গসেমি উত্তরঃ ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 88 বর্গসেমি।
Koshe dekhi 15.3 class 9
13. ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, EP, BC -এর উপর লম্ব এবং EP, AD-কে Q বিন্দুতে ছেদ করেছে ৷ BC = 7 সেমি., AD =13 সেমি., PE =9 সেমি., এবং PQ = PE হলে ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ প্রদত্ত, ABCDE একটি পঞ্চভুজ যার BC বাহুটি AD কর্ণের সমান্তরাল, EP, BC -এর উপর লম্ব এবং EP, AD-কে Q বিন্দুতে ছেদ করেছে ৷ BC = 7 সেমি., AD =13 সেমি., PE =9 সেমি., এবং PQ = PE = = 4 সেমি. ∴ EQ = (9 − 4) সেমি. = 5 সেমি. এখন, ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= 40 বর্গসেমি যেহেতু, BC//AD এবং EP⊥BC ∴ EQ⊥BD ∴ ΔEAD এর ক্ষেত্রফল
= 32.5 বর্গসেমি ∴ ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল + ΔEAD এর ক্ষেত্রফল = (40 + 32.5) বর্গসেমি = 72.5 বর্গসেমি উত্তরঃ ABCDE পঞ্চভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 72.5 বর্গসেমি।
Koshe dekhi 15.3 class 9
14. একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি.। যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, রম্বসের বাহুর দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x সেমি.। প্রশ্নানুসারে,
∴ x = 40 ধরি, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে AC = 3a সেমি. এবং BD = 4a সেমি. আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। ∴ সমকোনী ত্রিভূজ AOB এর BO2 + AO2 = AB2 বা, বা, বা, বা, বা, বা, বা, ∴ a = 16 ∴ AC = 3 × 16 = 48 সেমি. এবং BD = 4 × 16 = 64 সেমি. ∴ ABCD রম্বসটির ক্ষেত্রফল
= 1536 বর্গসেমি. উত্তরঃ রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1536 বর্গসেমি.
Koshe dekhi 15.3 class 9
15. একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি. এবং সমান্তরাল বাহুদুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি. ও 17 সেমি.। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমাধানঃ ধরি, ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় AB = CD = 10 সেমি. এবং সমান্তরাল বাহুদুটির দৈর্ঘ্য যথাক্রমে AD = 5 সেমি. ও BC = 17 সেমি.। A এবং D বিন্দু থেকে BC বাহুর ওপর যথাক্রমে AP ও DQ লম্ব টানা হল। যেহেতু, AD//BC ∴ PQ = AD = 5 সেমি. আবার, ΔABP ও ΔCDQ এর AB = CD, AP = DQ ∴ BP = CQ সেমি. = 6 সেমি. এখন, সমকোণী ত্রিভূজ ABP থেকে পাই, AP2 = AB2 − BP2 বা, AP2 = 102 − 62 বা, AP2 = 100 − 36 বা, AP = √64 ∴ AP = 8 সেমি আবার, সমকোণী ত্রিভূজ DBQ থেকে পাই, BQ = BP + PQ = (6 + 5) সেমি = 11 সেমি এবং DQ = AP = 8 সেমি BD2 = BQ2 + DQ2 বা, BD2 = 112 + 82 বা, BD2 = 121 + 64 ∴ ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= 88 বর্গসেমি উত্তরঃ ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেমি ও ক্ষেত্রফল 88 বর্গসেমি ।
Koshe dekhi 15.3 class 9
16. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি. ও 9 সেমি. এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ সেমি. ও 6 সেমি.। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। সমাধানঃ ধরি, ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য BC = 19 সেমি. ও AD = 9 সেমি. এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য AB = ৪ সেমি. ও CD = 6 সেমি.। A এবং D বিন্দু থেকে BC বাহুর ওপর যথাক্রমে AP ও DQ লম্ব টানা হল। যেহেতু, AD//BC ∴ PQ = AD = 9 সেমি. এবং BP = BC − (PQ + CQ) = 19 − (9 + CQ) = (10 − CQ) সেমি. এখন, সমকোণী ত্রিভূজ ABP থেকে পাই, AP2 = AB2 − BP2 বা, AP2 = 82 − BP2 বা, AP2 = 64 − BP2 …..(i) আবার, সমকোণী ত্রিভূজ DCQ থেকে পাই, DQ2 = DC2 − CQ2 বা, DQ2 = 62 − CQ2 বা, DQ2 = 36 − CQ2…..(ii) আবার, AP = DQ বা, AP2 = DQ2 বা, 64 − BP2 = 36 − CQ2 বা, 64 − (10 − CQ)2 = 36 − CQ2 বা, 64 − 100 + 20CQ − CQ2 = 36 − CQ2 বা, 64 − 100 + 20CQ − CQ2 − 36 + CQ2 = 0 বা, 20CQ − 72 = 0 বা, 20CQ = 72 বা, সেমি. (ii) নং সমীকরণে CQ এর মান বসিয়ে পাই, DQ2 = 36 − বা, DQ2 = 36 − বা, DQ2 = বা, DQ2 = বা, DQ = ∴ DQ = 4.8 সেমি. = AP ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= 67.2 বর্গসেমি উত্তরঃ ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 67.2 বর্গসেমি ।
Koshe dekhi 15.3 class 9
17. বহু বিকল্পীয় প্রশ্ন: (M.CQ) (i) একটি সামান্তরিকের উচ্চতা ভূমির একতৃতীয়াংশ৷ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গসেমি. হলে সামান্তরিকটির উচ্চতা (a) 4 সেমি. (b) ৪ সেমি. (C) 16 সেমি. (d) 24 সেমি. সমাধানঃ ধরি, সামান্তরিকটির উচ্চতা h সেমি ∴ সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য = 3h সেমি প্রশ্নানুসারে, h × 3h = 192 বা, 3h2 = 192 বা, h2 = 64 বা, ∴ h = 8 উত্তরঃ (b) ৪ সেমি.
Koshe dekhi 15.3 class 9
17. (ii) একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি. এবং একটি কোণের পরিমাপ 60° হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল (a) 9√3 বর্গ সেমি. (b) 18√3 বর্গ সেমি. (C) 36√3 বর্গ সেমি. (d) 6√3বর্গ সেমি. সমাধানঃ ধরি, ABCD রম্বসের বাহুর দৈর্ঘ্য 6 সেমি. এবং ∠ABC = 60° রম্বসের AC কর্ণ অঙ্কন করলাম ∠ACB = ∠BAC = = 60° AC কর্ণ ABCD রম্বসকে দুটি সমবাহু ত্রিভুজে ভাগ করেছে যাদের বাহুর দৈর্ঘ্য 6 সেমি. ΔABC এর ক্ষেত্রফল = ΔACD এর ক্ষেত্রফল
= 9√3 বর্গ সেমি. ∴ ABCD রম্বসের ক্ষেত্রফল = ΔABC এর ক্ষেত্রফল + ΔACD এর ক্ষেত্রফল = (9√3 + 9√3) বর্গ সেমি. = 18√3 বর্গ সেমি. উত্তরঃ (b) 18√3 বর্গ সেমি.
Koshe dekhi 15.3 class 9
17. (iii) একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের তিনগুণ। যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গসেমি. হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য (a) ৪ সেমি. (b) 12 সেমি. (C) 16 সেমি. (d) 24 সেমি. সমাধানঃ ধরি, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য h সেমি ∴ অপর কর্ণটির দৈর্ঘ্য = 3h সেমি প্রশ্নানুসারে, h × 3h = 96 বা, 3h2 = 96 × 2 বা, বা, h2 = 64 বা, ∴ h = 8 ∴ বড় কর্ণটির দৈর্ঘ্য = 3 × 8 = 24 সেমি উত্তরঃ (d) 24 সেমি.
Koshe dekhi 15.3 class 9
17. (iv) একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গএকক এবং রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক হলে (a) y> x2 (b) y < x2 (C) y = x2 সমাধানঃ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 বর্গএকক ∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = x একক ধরি, রম্বসের উচ্চতা h একক। ∴ রম্বসের ক্ষেত্রফল y = রম্বসের ভূমির দৈর্ঘ্য × উচ্চতা বা, y = xh স্পষ্টতই, h < x বা, hx < x2 ∴ y < x2 উত্তরঃ (b) y < x2
Koshe dekhi 15.3 class 9
17. (v) একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গসেমি. এবং উচ্চতা 6 সেমি.। ট্রাপিজিয়ামটির একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি. হলে, অপর বাহুর দৈর্ঘ্য (a) 29 সেমি. (b) 31 সেমি. (C) 32 সেমি. (d) 33 সেমি. সমাধানঃ ধরি, ট্রাপিজিয়ামটির অপর বাহুর দৈর্ঘ্য x সেমি. আমরা জানি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা = ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল (x + 23) × 6 = 162 বা, (x + 23) × 3 = 162 বা, বা, x = 54 − 23 ∴ x = 31 উত্তরঃ (b) 31 সেমি.
Koshe dekhi 15.3 class 9
18. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (i) ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি. ও BD কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? সমাধানঃ ধরি, A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্ব AP আমরা জানি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ∴ ΔABD এর ক্ষেত্রফল = 48 বর্গ সেমি. আবার, ΔABD এর ক্ষেত্রফল
= 6AP সুতরাং, 6AP = 48 বা, ∴ AP = 8 সেমি. উত্তরঃ A বিন্দু থেকে BD কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 8 সেমি.
Koshe dekhi 15.3 class 9
18. (ii) একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি. এবং 3 সেমি.। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি. হলে, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? সমাধানঃ ধরি, ABCD সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য AB = 5 সেমি. এবং BC = 3 সেমি.। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব MN = 2 সেমি. হলে, ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব PQ = x সেমি. ∴ 3 × PQ = 5 × MN বা, 3 × x = 5 × 2 বা,
উত্তরঃ ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সেমি.
Koshe dekhi 15.3 class 9
18. (iii) একটি রম্বসের উচ্চতা 14 সেমি. এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি.। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সমাধানঃ রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = রম্বসের বাহুর দৈর্ঘ্য × উচ্চতা = 5 সেমি. × 14 সেমি. = 70 বর্গসেমি. উত্তরঃ রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গসেমি.
Koshe dekhi 15.3 class 9
18. (iv) একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যেকোনাে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45°; ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? সমাধানঃ ধরি, ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু সংলগ্ন ∠ABC = 45°; ট্রাপিজিয়ামের তির্যক বাহু AB = 62 সেমি. ধরি, A বিন্দু থেকে BC এর ওপর অঙ্কিত লম্ব AP = x সেমি. ΔABP এর ∠ABC = 45°, ∠APB = 90° ∴ ∠BAP = 180° − (90° + 45°) = 45° ∴ ΔABP একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার AP = BP সুতরাং, AP2 + BP2 = AB2 বা, x2 + x2 = (62)2 বা, 2x2 = 62 × 62 বা, বা, x2 = 31 × 2 × 31 ∴ x = 31√2 উত্তরঃ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 31√2 সেমি.
Koshe dekhi 15.3 class 9
18. (v) ABCD সামান্তরিকের AB = 4 সেমি., BC = 6 সেমি. এবং ∠ABC = 30° হলে ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সমাধানঃ প্রদত্ত, ABCD সামান্তরিকের AB = 4 সেমি., BC = 6 সেমি. এবং ∠ABC = 30° ধরি, A বিন্দু থেকে BC এর ওপর অঙ্কিত লম্ব AE এখন, সমকোণী ত্রিভুজ ABE থেকে পাই,
বা, বা, ∴ AE = 2 সেমি. ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = BC × AE = 6 × 2 = 12 বর্গ সেমি. উত্তরঃ ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গ সেমি.
Koshe dekhi 15.3 class 9
Koshe dekhi 15.3 class 9
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
KI GO SMALL SMALL MATH DOOOOOOA
ei chapter theke short question chaicho?
Thanks for your valuable comment.
Please keep visiting our website learningscience.co.in and also visit our youtube channel youtube.com/c/scienceduniyainbangla.
Supar math