Fri. Jul 26th, 2024

Koshe dekhi 18.1 class 10

Koshe dekhi 18.1 class 10

জ্যামিতি : সদৃশ্যতা : কষে দেখি – 18.1

Q1. ________ -এ সঠিক উত্তর লিখি :

(i) সকল বর্গক্ষেত্র ________ [ সর্বসম / সদৃশ ]

উত্তর : সকল বর্গক্ষেত্র সদৃশ।

 

(ii) সকল বৃত্ত _________ [ সর্বসম / সদৃশ ]

উত্তর : সকল বৃত্ত সদৃশ।

 

(iii) সকল _________ [ সমবাহু/ সমদ্বিবাহু ] ত্রিভুজ সর্বদা সদৃশ।

উত্তর : সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ।

 

(iv) দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি _______ [ সমান / সমানুপাতী ] হয় এবং অনুরূপ বাহুগুলি _________ [ অসমান / সমানুপাতী ] হয়।

উত্তর : দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়।

জ্যামিতি : সদৃশ্যতা : কষে দেখি – 18.1

Q2. নীচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি :

(i) যে-কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ।

উত্তর : যে-কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। (সত্য)

 

(ii) যে-কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম।

উত্তর : যে-কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম।(মিথ্যা)

 

(iii) যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান।

উত্তর : যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান (সত্য)

 

(iv) যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক।

উত্তর : যে-কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক (সত্য)

 

(v) বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ।

উত্তর : বর্গক্ষেত্র ও রম্বস সর্বদা সদৃশ। (মিথ্যা)

জ্যামিতি : সদৃশ্যতা : কষে দেখি – 18.1

Q3. একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখি।

উত্তর : ‘দুটি বৃত্ত’ হলো একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ।

 

জ্যামিতি : সদৃশ্যতা : কষে দেখি – 18.1

Q4. একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ নয়।

উত্তর :

অসদৃশ চিত্র

 

Koshe dekhi 18.1 class 10

Koshe dekhi 18.1 class 10

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and    Learning Science

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!