Koshe Dekhi 26.1 Class 10 |
Koshe Dekhi 26.1 Class 10
Q.1) আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখছি,
আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। সমাধানঃ
∴ আমার বন্ধুদের গড় বয়স বছর = 17.425 বছর = 17.43 বছর (প্রায়) . উত্তরঃ নির্ণেয় প্রত্যক্ষ পদ্ধতিতে আমার 40 জন বন্ধুর গড় বয়স 17.43 বছর (প্রায়)। |
Q.2) গ্রামের 50 টি পরিবারের সদস্য সংখ্যা নীচের তালিকায় লিখেছি :
ওই 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি। সমাধানঃ
ধরি, কল্পিত গড় (a ) = 5 কল্পিত গড় পদ্ধতিতে 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা = a +
= 4.24 উত্তরঃ নির্ণেয় কল্পিত গড় পদ্ধতিতে 50 টি পরিবারের গড় সদস্য সংখ্যা 4.24 জন। |
Q.3) যদি নীচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে a এর মান নির্ণয় করি :
সমাধানঃ প্রদত্ত যৌগিক গড় 20.6 প্রশ্নানুসারে, বা, বা, 530 + 25a = 1030 বা, 25a = 1030 – 530 বা, 25a = 500 বা, ∴ a = 20 উত্তরঃ নির্ণেয় a এর মান 20 |
Q.4) যদি নীচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, তবে p -এর মান হিসাব করে লিখি :
সমাধানঃ
প্রদত্ত যৌগিক গড় 15 প্রশ্নানুসারে, বা, বা, 445 + 10p = 405 + 15p বা, 445 – 405 = 15p – 10p বা, 5p = 40 বা, ∴ p = 8 উত্তরঃ নির্ণেয় p এর মান 8 |
Q.5) রহমতচাচা তার 50 টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নীচের ছকে লিখলাম।
আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি। (যে-কোনো পদ্ধতিতে) সমাধানঃ
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে 50টি বাক্সে গড় আমের সংখ্যা টি। উত্তরঃ নির্ণেয় রহমতচাচার 50টি বাক্সে গড় আমের সংখ্যা 54.72 টি। |
Q.6) মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নীচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। (যে-কোনো পদ্ধতিতে)
সমাধানঃ
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে 100 জন রোগীর গড় বয়স বছর। উত্তরঃ নির্ণেয় প্রত্যক্ষ পদ্ধতিতে 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর। |
Q.7) প্রত্যক্ষ পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(i)
সমাধানঃ
আমরা জানি, যৌগিক গড়, [প্রত্যক্ষ পদ্ধতি]
উত্তরঃ নির্ণেয় তথ্যের যৌগিক গড় 25 |
Q.7) প্রত্যক্ষ পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(ii)
সমাধানঃ
আমরা জানি, যৌগিক গড়, [প্রত্যক্ষ পদ্ধতি]
উত্তরঃ নির্ণেয় তথ্যের যৌগিক গড় 40.3 |
Koshe Dekhi 26.1 Class 10
Q.8) কল্পিত গড় পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(i)
সমাধানঃ
আমরা জানি, যৌগিক গড়, [কল্পিত গড় পদ্ধতি]
(প্রায়) (প্রায়) (প্রায়) উত্তরঃ নির্ণেয় তথ্যের যৌগিক গড় 100.89 (প্রায়) |
Koshe Dekhi 26.1 Class 10
Q.8) কল্পিত গড় পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(ii)
সমাধানঃ
আমরা জানি, যৌগিক গড়, [কল্পিত গড় পদ্ধতি]
উত্তরঃ নির্ণেয় তথ্যের যৌগিক গড় 51.5 |
Koshe Dekhi 26.1 Class 10
Q.9) ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(i)
সমাধানঃ ধরি, a = 75 এখানে, শ্রেণি দৈর্ঘ্য (h) = 30 − 0 = 60− 30 = 90− 60 = … = 150 − 120 = 30
∴ ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়,
উত্তরঃ নির্ণেয় ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 75.75 |
Koshe Dekhi 26.1 Class 10
Q.9) ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নীচের তথ্যের গড় নির্ণয় করি :
(ii)
সমাধানঃ ধরি, a = 35 এখানে, শ্রেণি দৈর্ঘ্য (h) = 14 − 0 = 28− 14 = 42− 28 = … = 70 − 56 = 14
∴ ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড়,
(প্রায়) (প্রায়) উত্তরঃ নির্ণেয় ক্রম বিচ্যুতি পদ্ধতিতে প্রদত্ত তথ্যের গড় 35.31 (প্রায়) . |
Koshe Dekhi 26.1 Class 10
Q.10) যদি নীচের পরিসংখ্যা তালিকা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে p -এর মান নিৰ্ণয় করি :
সমাধানঃ
প্রদত্ত, যৌগিক গড় 24 প্রশ্নানুসারে, বা, বা, 1700 + 35p = 1920 + 24p বা, 35p – 24p = 1920 – 1700 বা, 11p = 220 বা, ∴ p = 20 উত্তরঃ নির্ণেয় p এর মান 20 |
Koshe Dekhi 26.1 Class 10
Q.11) আলোচনা সভায় উপস্থিত ব্যাক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি :
সমাধানঃ
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে, 50 জন রোগীর গড় বয়স বছর। উত্তরঃ নির্ণেয় 50 জন রোগীর গড় বয়স 41.1 বছর। |
Koshe Dekhi 26.1 Class 10
Q.12) নীচের তথ্যের গড় নির্ণয় করি :
সমাধানঃ
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে, 60 জনের গড় নম্বর (প্রায়) = 35.67 (প্রায়)। উত্তরঃ নির্ণেয় 60 জনের গড় নম্বর 35.67 (প্রায়)। |
Koshe Dekhi 26.1 Class 10
Q.13) ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি, যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রোমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় :
সমাধানঃ প্রথমে প্রদত্ত তালিকাটিকে সাধারন বিভাজন তালিকায় প্রকাশ করি, এখানে, 5 জন 10-এর কম পেয়েছে। অর্থাৎ, (0 – 10) – এর মধ্যে পেয়েছে 5 জন। আবার, 9 জন 20 -এর কম পেয়েছে। অর্থাৎ, (10 – 20) -এর মধ্যে পেয়েছে ( 9 – 5 ) জন = 4 জন। সুতরাং,পরিসংখ্যা তালিকাটি হবে
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে, 45 জন ছাত্রীর প্রাপ্ত নম্বরের গড়, (প্রায়) = 31.67 (প্রায়)। উত্তরঃ নির্ণেয় 45 জন ছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় 31.67 (প্রায়)। |
Koshe Dekhi 26.1 Class 10
Q.14) নীচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি।
সমাধানঃ
∴ প্রত্যক্ষ পদ্ধতিতে, 46 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, (প্রায়) = 11.69 (প্রায়)। উত্তরঃ নির্ণেয় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 11.69 (প্রায়)। |
This is very helpful..
Thanks for your support…
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards.
It is very helpful
Thank you
Thank you so much to help me by this .