Fri. Nov 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 394

Madhyamik ABTA Test Paper 2023 History Page 394

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল-

(ক) ভরতনাট্যম

(খ) কথাকলি

(গ) মণিপুরি

(ঘ) কত্থক।

উত্তরঃ (ক) ভরতনাট্যম

 

১.২ ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর‘ গ্রন্থটি লেখেন-

(ক) ব্ল্যাচার কারসেন

(খ) ক্লারেন্স গ্লাকেন

(গ) ক্রসবি

(ঘ) গ্রোভ।

উত্তরঃ (গ) ক্রসবি

 

১.৩ ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন–

(ক) হরিশচন্দ্র মুখার্জি

(খ) মধুসূদন দত্ত

(গ) গিরীশচন্দ্র ঘোষ

(ঘ) সুভাষ বসু।

উত্তরঃ (গ) গিরীশচন্দ্র ঘোষ

 

১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে নামটি বেমানান-

(ক) রাজা রামমোহন রায়

(খ) ডেভিড হেয়ার

(গ) বেথুন

(ঘ) কালীপ্রসন্ন সিংহ।

উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৫  ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন–

(ক) রাজা রামমোহন রায়

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) শিবনাথ শাস্ত্রী

(ঘ) কেশবচন্দ্র সেন।

উত্তরঃ (ক) রাজা রামমোহন রায়

 

১.৬ সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে—

(ক) ১৮৬৩ সালে

(খ) ১৮৬৪ সালে

(গ) ১৮৬৫ সালে

(ঘ) ১৮৬৬ সালে।

উত্তরঃ (গ) ১৮৬৫ সালে

 

১.৭ পাবনায় নীল বিদ্রোহের নেতা ছিলেন–

(ক) রফিক মণ্ডল

(খ) মহেশ চট্টোপাধ্যায়

(গ) কেদার মোল্লা

(ঘ) বিষ্ণুচরণ বিশ্বাস।

উত্তরঃ (খ) মহেশ চট্টোপাধ্যায়

 

১.৮ কুনওয়ার সিংহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন—

(ক) বিহারে

(খ) কানপুরে

(গ) রায়বেরিলিতে

(ঘ) গোয়ালিয়রে।

উত্তরঃ (খ) কানপুরে

 

১.৯  ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থটি রচনা করেন—

(ক) ডঃ সুরেন্দ্রনাথ সেন

(খ) সুমিত সরকার

(গ) অশোক মেহেতা

(ঘ) সুশোভন সরকার।

উত্তরঃ (ক) ডঃ সুরেন্দ্রনাথ সেন

 

১.১০ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ সংগীত রচনা করেন—

(ক) ১৮৭৪ সালে

(খ) ১৮৭৫ সালে

(গ) ১৮৭৬ সালে

(ঘ) ১৮৭৭ সালে।

উত্তরঃ (খ) ১৮৭৫ সালে

 

১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল–

(ক) বর্ণপরিচয়

(খ) মঙ্গল সমাচার

(গ) অন্নদামঙ্গল

(ঘ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ।

উত্তরঃ (খ) মঙ্গল সমাচার 

 

১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯১৮ সালে

(খ) ১৯১৯ সালে

(গ) ১৯২০ সালে

(ঘ) ১৯২১ সালে।

উত্তরঃ (ঘ) ১৯২১ সালে

 

১.১৩ বীরেন্দ্র শাসমলকে বলা হয়—

(ক) দেশপ্রাণ

(খ) দেশবন্ধু

(গ) দেশহিতৈষী

(ঘ) দেশপ্রিয়।

উত্তরঃ (ক) দেশপ্রাণ

 

১.১৪ সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালের-

(ক) ১৯ এপ্রিল

(খ) ১১ মে

(গ) ১১ জুন

(ঘ) ১১ জানুয়ারি।

উত্তরঃ (ক) ১৯ এপ্রিল

 

১.১৫ তেলেঙ্গানা আন্দোলন হয়-

(ক) অন্ধ্রপ্রদেশে

(খ) হায়দ্রাবাদে

(গ) বিহারে

(ঘ) উত্তরপ্রদেশে।

উত্তরঃ (খ) হায়দ্রাবাদে

 

১.১৬ বাংলার প্রথম মহিলা চিকিৎসক-

(ক) চন্দ্ৰমুখী বসু

(খ) স্বর্ণকুমারী দেবী

(গ) কাদম্বিনী গাঙ্গুলী

(ঘ) সরলাদেবী চৌধুরানী।

উত্তরঃ (গ) কাদম্বিনী গাঙ্গুলী

 

১.১৭ ‘লক্ষ্মীভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন-

(ক) ননীবালা দেবী

(খ) কুমুদিনী মিত্র

() খয়রান্বেশা বেগম

() সরলাদেবী চৌধুরানী

উত্তরঃ () সরলাদেবী চৌধুরানী

 

১.১৮ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়—

(ক) ১৯৩০ সালে

(খ) ১৯৩১ সালে

(গ) ১৯৩২ সালে

(ঘ) ১৯৩৩ সালে।

উত্তরঃ (গ) ১৯৩২ সালে

 

১.১৯ পাকিস্তান ডোমেনিয়নের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—

(ক) মাউন্টব্যাটেন

(খ) মহঃ আয়ুব খান

(গ) মহঃ আলি জিন্না

(ঘ) আবুল কালাম আজাদ।

উত্তরঃ (গ) মহঃ আলি জিন্না

 

১.২০ নেহেরু-লিয়াকত চুক্তি হয়—

() ১৯৪৭ সালে

() ১৯৪৮ সালে

() ১৯৪৯ সালে

() ১৯৫০ সালে। 

উত্তরঃ () ১৯৫০ সালে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১  ‘কথাকলি’ ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?

উত্তরঃ কেরল 

 

২.১.২ মেধা পাটেকর কে ছিলেন?

উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা 

 

২.১.৩ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮৩৫ সালে

 

২.১.৪ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ রংপুর বিদ্রোহের নেতা টিপু শাহ।

উত্তরঃ ভুল

Note : টিপু শাহ ছিলেন একজন পাগলপন্থী আন্দোলনের নেতা।

 

২.২.২ সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ পাগল পন্থীদের নেতা ছিলেন করিম শাহ।

উত্তরঃ ভুল

Note : পাগল পন্থীদের নেতা ছিলেন টিপু শাহ

 

২.২.৪ নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম সহ-সম্পাদক।

উত্তরঃ ভুল

Note : গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রথম সহ-সম্পাদক।

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ জমিদার সভা  ১. ১৭৭৭ সালে
২.৩.২ হিন্দু মেলা   ২. ১৮৩৮ সালে
২.৩.৩ বসু বিজ্ঞান মন্দির ৩. ১৯১৭ সালে
২.৩.৪  কলকাতার প্রথম ছাপাখানা ৪. ১৮৬৭ সালে

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ জমিদার সভা  ২. ১৮৩৮ সালে
২.৩.২ হিন্দু মেলা   ৪. ১৮৬৭ সালে
২.৩.৩ বসু বিজ্ঞান মন্দির ৩. ১৯১৭ সালে
২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা ১. ১৭৭৭ সালে

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ ১৯১১ সালে কলকাতা থেকে যেখানে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়।

২.৪.২ উনিশ শতকের বাংলার অবক্ষয় প্রাপ্ত শহর মুর্শিদাবাদ।

২.৪.৩ ভারতের যে প্রদেশে গান্ধীজি তার সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন?

২.৪.৪ আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : সরলাদেবী ‘বীরাষ্টমী ব্রত’ ও প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন

ব্যাখ্যা-১ বাঙালী জাতিকে আনন্দ দেবার জন্য

ব্যাখ্যা-২ বাঙালী জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করার জন্য

ব্যাখ্যা-৩ স্বদেশী দ্রব্য বিক্রি করার জন্য

উত্তরঃ ব্যাখ্যা-২ বাঙালী জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করার জন্য

 

২.৫.২ বিবৃতি: অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে।

ব্যাখ্যা-১ স্কুল কলেজে পড়াশোনা ভাল না হবার জন্য

ব্যাখ্যা-২ ছাত্রদের পড়াশোনায় মন ছিল না

ব্যাখ্যা-৩ ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা-৩ ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করার জন্য।

 

২.৫.৩ বিবৃতি: কলকাতায় রশিদ আলি দিবস পালিত হয়।

ব্যাখ্যা-১ হিন্দুমুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য

ব্যাখ্যা-২ রশিদ আলিকে মুক্তির দাবিতে

ব্যাখ্যা-৩ রশিদ আলিকে পুরস্কৃত করার জন্য

উত্তরঃ ব্যাখ্যা-২ রশিদ আলিকে মুক্তির দাবিতে

 

২.৫.৪ বিবৃতি: হায়দ্রাবাদের ভারতভুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

ব্যাখ্যা-১ ভারতের দ্রুত ঐক্য সাধনের জন্য

ব্যাখ্যা-২ সবচেয়ে বড় রাজ্য হল হায়দ্রাবাদ

ব্যাখ্যা-৩ হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য

উত্তরঃ ব্যাখ্যা-৩ হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব নষ্ট করার জন্য

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394, Madhyamik ABTA Test Paper 2023 History Page 394

 

6 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 394”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!