Sat. Jul 27th, 2024

Physics MCQ Set 5

Jun 7, 2020

Physics MCQ Set 5

Physics MCQ Set 5

Q1. একটি সুতোর কাপড়ের একপ্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় ভিজে যায় কারণ

  1.  সান্দ্রতা 
  2.  কৈশিক ক্রিয়া
  3.  মহাকর্ষ
  4.  স্থিতিস্থাপকতা
Show Answer
B. কৈশিক ক্রিয়া

Q2. শব্দের বেগ সবচেয়ে বেশি

  1.  শূন্যস্থানে
  2.  কঠিন মাধ্যমে
  3.  তরল মাধ্যমে
  4.  গ্যাসীয় মাধ্যমে
Show Answer
B. কঠিন মাধ্যমে

Physics MCQ Set 5

Q3. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

  1.  বৈদ্যুতিক মোটর
  2.  থার্মোস্ট্যাট
  3.  রেকটিফায়ার
  4.  ডায়নামো
Show Answer
A. বৈদ্যুতিক মোটর

Q4. কোন তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে সেটির রোধ

  1. 2  গুন কমবে
  2. 2  গুন বাড়বে
  3.  অপরিবর্তিত থাকবে
  4.  বাড়তেও পারে, কমতেও পারে
Show Answer
C. অপরিবর্তিত থাকবে

Q5. এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?

  1.  মনোমিটার
  2.  স্পেকট্রোমিটার
  3.  ফ্লেমিং স্কোয়ার
  4.  SWR মিটার
Show Answer
B. স্পেকট্রোমিটার

Physics MCQ Set 5

Q6. গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলি কোন সমবায় যুক্ত থাকে ?

  1.  সমান্তরাল সমবায়
  2.  শ্রেণী সমবায়
  3.  a  ও  b  উভয়ই
  4. a  অথবা  b
Show Answer
A. সমান্তরাল সমবায়

Q7. 240V – 60W বাতির রোধ

  1. 240 Ω
  2. 480 Ω
  3. 720 Ω
  4. 960 Ω
Show Answer
D. 960 Ω

Q8. একক বিহীন রাশি কোনটি ?

  1. তড়িৎ আধান
  2. আপেক্ষিক গুরুত্ব
  3. দীপন প্রাবল্য
  4. পৃষ্ঠটান
Show Answer
B. আপেক্ষিক গুরুত্ব

Q9. ক্ষমতার মাত্রা হল

  1. \left [ ML^{2}T^{-3} \right ]
  2. \left [ ML^{2}T^{-2} \right ]
  3. \left [ ML^{-2}T^{-2} \right ]
  4. \left [ MLT^{-3} \right ]
Show Answer
A. {\color{DarkGreen} \left [ ML^{2}T^{-3} \right ]}

Q10. একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাহু বরাবর 40 সেকেন্ডে ক্ষেত্রটি পরিক্রমা করে । 2 মিনিট 20 সেকেন্ড  শেষে  কৃষকটির সরণ হবে

  1. 5 m.
  2. 5\sqrt{2}  m.
  3. 10 m.
  4. 10\sqrt{2}  m.
Show Answer
D. {\color{DarkGreen} 10\sqrt{2}}  m.

Q11. একটি পাত্রের তলদেশ 5 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট । পাত্রটির গভীরতা 50 cm.। পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশের জলের ঘাত নির্ণয় করো

  1.  2450 dyne
  2. 24500 dyne
  3. 245000 dyne
  4. 40900 N
Show Answer
C. 245000 dyne

Q12. পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে

  1.  স্থির দেখে
  2.  একই বেগে গতিশীল দেখে
  3.  ভিন্ন বেগে গতিশীল দেখে
  4.  কখনো স্থির আবার কখনো গতিশীল দেখেন
Show Answer
A. স্থির দেখে

Physics MCQ Set 5

Q13. 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের কোন আলোক রশ্মি জলে \left ( \mu _{w}=\frac{4}{3} \right ) প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হবে

  1. 4000 Å
  2. 4500 Å
  3. 6000 Å
  4. 8000 Å
Show Answer
D. 8000 Å

Q14. কোন পরিবাহীর রোধ উষ্ণতা বৃদ্ধিতে

  1.  প্রথমে বৃদ্ধি পায়  পরে হ্রাস পায়
  2.  বৃদ্ধি পায়
  3. হ্রাস পায়
  4. অপরিবর্তিত থাকে
Show Answer
B. বৃদ্ধি পায়

Q15. সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি হল

  1. সদবিম্ব ও  সমশীর্ষ
  2.  অসদবিম্ব ও সমশীর্ষ
  3.  সদবিম্ব ও অবশীর্ষ
  4.  অসদবিম্ব ও অবশীর্ষ
Show Answer
B. সদবিম্ব ও অবশীর্ষ

Physics MCQ Set 5

Q16. অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন এর গুণফল ধ্রুবক। এটি হলো

  1.  বয়েলের সূত্র
  2. চার্লসের সূত্র
  3.  অ্যাভোগাড্রো সূত্র
  4.  গে-লুসাকের সূত্র
Show Answer
A. বয়েলের সূত্র

Q17. বিভব পার্থক্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল

  1.  ভোল্টমিটার
  2. ভোল্টামিটার
  3. অ্যামমিটার
  4.  থার্মোমিটার
Show Answer
A. ভোল্টমিটার

Q18. ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয়

  1.  মোটর নিয়ম
  2.  আবেশ নিয়ম
  3.  ডায়নামো নিয়ম
  4.  কোনটাই নয়
Show Answer
A. মোটর নিয়ম

Physics MCQ Set 5

Q19. মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দূরত্ব যথাক্রমে

  1. 0 cm.  এবং  25 cm.
  2. 25 cm.  এবং  অসীম
  3. 25 cm.  এবং  50 cm.
  4. 50 cm.  এবং  100 cm.
Show Answer
B. 25 cm.  এবং  অসীম

Q20. নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় ?

  1.   ফার্মি
  2.  বেকারেল
  3.  কুরি
  4.  রাদারফোর্ড
Show Answer
A. ফার্মি

Q21. কোন পরিবাহীর মধ্য দিয়ে 6 A প্রবাহমাত্রা  5 মিনিট ধরে চললে, মোট প্রবাহিত আধানের পরিমাণ হবে

  1. 1 C
  2. 1.5 C
  3. 30 C
  4. 1800 C
Show Answer
C. 30 C

Physics MCQ Set 5

Q22. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন ?

  1.  সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপ উৎপন্ন হয়
  2.  বজ্রপাতের ফলে উৎপন্ন হয়
  3.  মেঘ উত্তম তাপ পরিবাহক
  4.  মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয়
Show Answer
D. মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয়

Q23. আদর্শ অ্যামমিটারের রোধ

  1.  শূন্য
  2.  অসীম
  3.  পরিবর্তিত হয়
  4.  কোনটাই নয়
Show Answer
A. শূন্য

Physics MCQ Set 5

Q24. গতিশীল সান্দ্রতার S.I. একক

  1.  পাস্কাল
  2. পাস্কাল-সেকেন্ড
  3.  পয়েজ
  4.  নিউটন-মিটার
Show Answer
B. পাস্কাল-সেকেন্ড

Q25. কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব মাপা হয় ?

  1.  হাইড্রোমিটার
  2.  হাইগ্রোমিটার
  3.  স্পাইরোমিটার
  4. ট্যাকোমিটার
Show Answer
A. হাইড্রোমিটার

Physics MCQ Set 1

Physics MCQ Set 2

Physics MCQ Set 3

Physics MCQ Set 4

Physics MCQ Set 5

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!