Wed. Dec 4th, 2024

Physics MCQ Set 2

Jun 7, 2020

Physics MCQ Set 2

Physics MCQ Set 2

Q1. আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরকের আবরণের বর্ণ হয়

  1. হালকা নীল
  2. বাদামী
  3. কালো
  4. হলুদ
Show Answer
A. হালকা নীল

Q2. দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন ?

  1. উত্তর
  2. অবতল
  3. সমতল
  4. কোনটাই নয়
Show Answer
B. অবতল

 Q3. কাঁচের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি কোন বর্ণের আলোর ক্ষেত্রে

  1. লাল
  2. নীল
  3. সবুজ
  4. হলুদ
Show Answer
B.  নীল

Physics MCQ Set 2

Q4. গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ (r) এবং ফোকাস দৈর্ঘ্য (f) এর মধ্যে সম্পর্ক হল

  1. r = f
  2. r = 2f
  3. r = 3f
  4. f = 2r
Show Answer
B. r = 2f

Q5. γ রশ্মির গ্যাসকে আয়নিত করার সঠিক ক্রমটি হল 

  1. α > β > γ
  2. α > γ > β
  3. γ > α > β
  4. γ > β > α
Show Answer
A. α > β > γ

Q6. 100 w একটি ইলেকট্রিক বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে

  1. 360 J
  2. 3600 J
  3. 600 J
  4. 6000 J
Show Answer
D. 6000 J

Physics MCQ Set 2

Q7. জুলের সূত্রের গাণিতিক রূপটি হলো 

  1. H=\frac{IR^{2}t}{J}
  2. H=\frac{I^{2}Rt}{J}
  3. H=\frac{IRt^{2}}{J}
  4. H=\frac{IRt}{J}
Show Answer
B. {\color{DarkGreen} H=\frac{I^{2}Rt}{J}}

Q8.অন্তরক পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান হল

  1. 0
  2. 5
  3. 1
  4. অসীম
Show Answer
A. 0

Q9. একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 cm.। কোন বস্তুর দূরত্বের জন্য একে বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করা যাবে?

  1. 7 cm.
  2. 15 cm.
  3. 20 cm.
  4. 25 cm.
Show Answer
A. 7 cm.

Physics MCQ Set 2

Q10. সমুদ্রের জল নীল হওয়ার কারণ হল

  1. জলের অনুর দ্বারা নীল বর্ণের আলোর বিক্ষেপণ
  2. সমুদ্রের জলের দ্বারা আকাশে নীল বর্ণের প্রতিফলন
  3. সমুদ্রের জলের দূষকের দ্বারা নীল বর্ণের আলোর প্রতিসরণ
  4. নীল বর্ণ ছাড়া অন্য বর্ণের জলের অনুর দ্বারা শোষণ
Show Answer
B. সমুদ্রের জলের দ্বারা আকাশে নীল বর্ণের প্রতিফলন

Q11. ধাতব পদার্থের ভালো তড়িৎ পরিবাহিতার কারণ হলো

  1. বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন এর উপস্থিতি
  2. ধাতুর উচ্চ গলনাংক
  3. পরমাণুর শিথিল গঠন
  4. সবকটি
Show Answer
A. বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন এর উপস্থিতি

Q12. ভর ও শক্তির নিত্যতা সম্পর্কিত সূত্রের গাণিতিক রূপটি হলো

  1.  E = mc2
  2.  m = Ec2
  3.  c2 = Em
  4.  m = E2c
Show Answer
A.  E = mc2

Physics MCQ Set 2

Q13. রকেট উৎক্ষেপণ এর কার্যনীতি  পাওয়া যায়

  1. নিউটনের প্রথম সূত্র থেকে
  2. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে
  3. নিউটনের তৃতীয় সূত্র থেকে
  4. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে
Show Answer
C. নিউটনের তৃতীয় সূত্র থেকে

Q14. 100 মিটার ব্যাসার্ধের কোন বৃত্তাকার পথে একটি চলমান গাড়ি সর্বোচ্চ কত গতিবেগ নিয়ে  চললে গাড়িটি ঠিক উল্টে যাওয়ার উপক্রম হবে ? [ দেওয়া আছে, রাস্তা এবং গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক  0.2  এবং  g = 10 m/s²]

  1. 0.14 m/s
  2. 1.4 km/s
  3. 14 m/s
  4. 140 m/s
Show Answer
C. 14 m/s

Q15. আয়তনের একক হল

  1. লব্ধ একক
  2. মাত্রাহীন একক
  3. মূল একক
  4. কোনটাই নয়
Show Answer
A. লব্ধ একক

Q16. সমান ভরবেগ সম্পন্ন দুটি চলমান বস্তু কণার গতিশক্তির অনুপাত  1 : 4  হলে, তাদের ভরের অনুপাত হবে

  1. 2 : 1
  2. 1 : 2
  3. 1 : 4
  4. 4 : 1
Show Answer
D. 4 : 1

Q17. যান্ত্রিক ক্ষমতা 1 এর থেকে কম হবে, যখন

  1. বল বাহু = রোধ বাহু
  2. বল বাহু > রোধ বাহু
  3. বল বাহু < রোধ বাহু
  4. কোনটাই নয়
Show Answer
C. বল বাহু < রোধ বাহু

Q18. একটি ক্রিকেট বল ওয়েট টেনিস বল কে একই বেগে উপরের দিকে ছোড়া হলে, কোন বলটিকে ধরা  কঠিন ?

  1. টেনিস বল
  2. ক্রিকেট বল
  3. উভয়ই
  4. কোনটাই নয়
Show Answer
B. ক্রিকেট বল

Q19. 100W – 250V  এবং  200W – 250W  বৈদ্যুতিক বাতি দুটির  রোধের অনুপাত হবে

  1. 1 : 2
  2. 2 : 1
  3. 1 : 4
  4. 4 : 1
Show Answer
B. 2 : 1

Q20. দার্জিলিংয়ে খাদ্য দ্রব্য সিদ্ধ করতে বেশি সময় লাগে। কারণ দার্জিলিংয়ের

  1. বায়ুমণ্ডলীয় চাপ বেশি
  2. বায়ুমণ্ডলীয় চাপ কম
  3. তাপমাত্রা কত
  4. বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কম
Show Answer
B. বায়ুমণ্ডলীয় চাপ কম

Q21. 1 ডালটন (Dalton) = কত গ্রাম ?

  1. 1.66\times 10^{-24}
  2. 2.6\times 10^{-23}
  3. 5.0\times 10^{-24}
  4. 4.0\times 10^{-20}
Show Answer
A. {\color{DarkGreen} 1.66\times 10^{-24}}

Q22. কার্যের মাত্রা হল

  1. \left [ MLT^{-1} \right ]
  2. \left [ ML^{-1}T^{-1} \right ]
  3. \left [ ML^{2}T^{-1} \right ]
  4. \left [ ML^{2}T^{-2} \right ]
Show Answer
D. {\color{DarkGreen} \left [ ML^{2}T^{-2} \right ]}

Q23. 240V – 60W বৈদ্যুতিক বাতির রোধ

  1. 480 Ω
  2. 960 Ω
  3. 240 Ω
  4. 720 Ω
Show Answer
C. 960 Ω

Q24. তেজস্ক্রিয় মৌলগুলির   \frac{n}{p}  অনুপাতের মান

  1.  1.4
  2.  1.5 এর বেশি
  3.  1.3
  4.  1.2
Show Answer
B.  1.5 এর বেশি

Physics MCQ Set 2

Q25. নিচের কোন তথ্যটি সঠিক নয়

  1. সব গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান সমান
  2. সব তরলের আপাত প্রসারণ সমান
  3. উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের ঘনত্ব কমে
  4. তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ সমান
Show Answer
D. তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ সমান

Physics MCQ Set 1

Physics MCQ Set 2

Physics MCQ Set 3

Physics MCQ Set 4

Physics MCQ Set 5

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!