Thu. Sep 21st, 2023

Physics MCQ Set 1

Jun 7, 2020

Physics MCQ Set 1

Physics MCQ Set 1

Q1. a, b, c, d চারটি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 2.5 ও 1.3, এদের মধ্যে কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি ?

  1.  a
  2.  b
  3.  c
  4.  d
Show Answer
D.  d

Q2. তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ?

  1. ভোল্টমিটার
  2. ভোল্টামিটার
  3. অ্যামমিটার
  4. পোটেনশিওমিটার
Show Answer
C. অ্যামমিটার

Q3. লেন্সের ক্ষেত্রে  f  চিহ্নটি নির্দেশ করে

  1. লেন্সের উন্মেষের ব্যাস
  2. লেন্সের ফোকাস দৈর্ঘ্য
  3. লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষের ব্যাসের অনুপাত
  4. কোনটাই নয়
Show Answer
B. লেন্সের ফোকাস দৈর্ঘ্য

Q4. ওহমীয় পরিবাহীর I – V লেখচিত্র কোনটি ?

  1. JEXPO Physics
  2. JEXPO Physics
  3. JEXPO Physics
  4. JEXPO Physics
Show Answer
A. JEXPO Physics

Physics MCQ Set 1

Q5. রাস্তার বৈদ্যুতিক বাতিতে প্রতিফলক রূপে ব্যবহৃত হয় কোনটি ?

  1. সমতল দর্পণ
  2.  উত্তল দর্পণ
  3.  অবতল দর্পণ
  4.  অধিবৃত্তীয় দর্পণ
Show Answer
B.  উত্তল দর্পণ

Q6. নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ?

  1. জল
  2. পারদ
  3.  দুধ
  4.  তামা
Show Answer
A. জল

Q7. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে নিচের কোনটির ক্ষেত্রে রোধাঙ্ক হ্রাস পায়?

  1. পরিবাহী
  2. অর্ধপরিবাহী 
  3. অতিপরিবাহী 
  4.  অন্তরক
Show Answer
C.  অতিপরিবাহী

Q8. লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়

  1. আবিষ্ট প্রবাহের মান
  2.  আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ 
  3. আবিষ্ট প্রবাহের অভিমুখ 
  4. আবিষ্ট তড়িচ্চালক বলের মান
Show Answer
C.  আবিষ্ট প্রবাহের অভিমুখ

Q9. ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে কোনটি তৈরি হয়েছে?

  1. হিটার
  2. জেনারেটর 
  3. ইস্ত্রি 
  4. বৈদ্যুতিক মোটর
Show Answer
D. বৈদ্যুতিক মোটর

Q10. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক  α, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক  β, ও আয়তন প্রসারণ গুণাঙ্ক  \gamma -এর মধ্যে সম্পর্কটি হল

  1. \alpha =\frac{\beta }{2}=\frac{\gamma }{3}
  2. \alpha =\beta =\gamma
  3. \frac{\alpha }{3}=\frac{\beta }{2}=\gamma
  4. \alpha =2\beta =3\gamma
Show Answer
A. {\color{DarkGreen} \alpha =\frac{\beta }{2}=\frac{\gamma }{3}}

Q11. 300 K তাপমাত্রা = ?

  1. 17°C
  2. 27°C
  3. 37°C
  4. 47°C
Show Answer
B. 27°C

Q12. বিক্ষেপিত আলোর তীব্রতা (I) ও তরঙ্গ দৈর্ঘ্যের (\lambda) মধ্যে সম্পর্ক হল

  1. I\: \alpha \: \frac{1}{\lambda }
  2. I\: \alpha \: \frac{1}{\lambda^{2} }
  3. I\: \alpha \: \frac{1}{\lambda^{3} }
  4. I\: \alpha \: \frac{1}{\lambda^{4} }
Show Answer
D. {\color{DarkGreen} I\: \alpha \: \frac{1}{\lambda^{4} }}

Physics MCQ Set 1

Q13. প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব

  1. 7 cm. 
  2. 14 cm.
  3. 25 cm. 
  4. 100 cm.
Show Answer
C. 25 cm.

Q14. অবতল দর্পণে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

  1. মেরুতে
  2. ফোকাসে 
  3. বক্রতা কেন্দ্রে
  4. অসীমে
Show Answer
C. বক্রতা কেন্দ্রে

Physics MCQ Set 1

Q15. আন্তর্জাতিক নিয়মানুযায়ী লাইভ তারের রং 

  1. বাদামি 
  2. লাল
  3. নীল 
  4. সবুজ
Show Answer
A.  বাদামি

Q16. প্রিজমের চ্যুতি কোণ এর মান

  1. \delta =r_{1}+r_{2}-A
  2. \delta =i_{1}+i_{2}+A
  3. \delta =i_{1}+i_{2}-A
  4. \delta =A-\left (r_{1}+r_{2} \right )
Show Answer
C. {\color{DarkGreen} \delta =i_{1}+i_{2}-A}

Q17. যদি পৃথিবীর আবর্তনের গতি বেড়ে যায় তাহলে বস্তুর ওজন 

  1. বাড়বে
  2. কমবে
  3. বাড়বে বা কমবে 
  4. অপরিবর্তিত থাকবে
Show Answer
B. কমবে

Q18. ডায়নামোর কাজ হল 

  1. বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা 
  2. যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা 
  3. আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা 
  4. যান্ত্রিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা
Show Answer
B. যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা

Physics MCQ Set 1

Q19. কিসের বয়স নির্ণয় করতে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটি ব্যবহার করা হয় ?

  1. মাটি  
  2. জীবাশ্ম 
  3. পাহাড়  
  4. সবকটি
Show Answer
B. জীবাশ্ম

Q20. সুপারসনিক প্লেনের গতিবেগ 

  1. আলোর গতিবেগ এর সমান
  2. শব্দের গতিবেগ এর সমান
  3. শব্দের গতিবেগ এর থেকে কম
  4. শব্দের গতিবেগ এর থেকে বেশি
Show Answer
D. শব্দের গতিবেগ এর থেকে বেশি

Q21. রেকটিফায়ার ব্যবহার করা হয় নিচের কোন বিষয়টি পরিবর্তন করার জন্য ?

  1. উচ্চবিভব থেকে নিম্নবিভব
  2. নিম্নবিভব থেকে উচ্চবিভব
  3. পরিবর্তী প্রবাহ থেকে সমপ্রবাহ
  4. সমপ্রবাহ থেকে পরিবর্তী প্রবাহ
Show Answer
C. পরিবর্তী প্রবাহ থেকে সমপ্রবাহ

Q22. বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে পড়ছে । এক ব্যক্তি পূর্বদিক বরাবর হাঁটতে থাকলে বৃষ্টি কোনদিক থেকে পড়ছে বলে তার মনে হবে ?

  1. পূর্ব
  2. উত্তর-পূর্ব
  3. পশ্চিম
  4. উত্তর-পশ্চিম
Show Answer
C. পশ্চিম

Physics MCQ Set 1

Q23. পৃথিবী থেকে চাঁদের দিকে ধাবমান কোন রকেটের মুক্তি বেগ হল এমন এক বেগ, যা মুক্ত হয়

  1. চাঁদের অভিকর্ষ টান থেকে
  2. বায়ুমণ্ডলীয় চাপ থেকে
  3. পৃথিবীর অভিকর্ষ টান থেকে
  4. পৃথিবীর অভিকেন্দ্র বল থেকে
Show Answer
C. পৃথিবীর অভিকর্ষ টান থেকে

Q24. তাপ পরিবাহিতাঙ্কের মান নির্ভর করে 

  1. উষ্ণতার পার্থক্যের ওপর
  2. দৈর্ঘ্যের ওপর
  3. উপাদানের প্রকৃতির ওপর
  4. দৈর্ঘ্য ও উষ্ণতার পার্থক্যের ওপর
Show Answer
C. উপাদানের প্রকৃতির ওপর

Q25. 12 V গাড়ির ব্যাটারিতে 0.4 A প্রবাহমাত্রা বহন করলে বাল্বের রোধ হবে 

  1. 0.3 Ω
  2. 30 Ω
  3. 4.8 Ω
  4. 48 Ω
Show Answer
B.  30 Ω

Physics MCQ Set 1

Physics MCQ Set 2

Physics MCQ Set 3

Physics MCQ Set 4

Physics MCQ Set 5

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!