Physics MCQ Set 4
Physics MCQ Set 4
Q1. কোন একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে, তখন তার বেগ হবে
- 6 m/s
- 10 m/s
- 4 m/s
- 0 m/s
Q2. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?
- বুলেট ট্রেন
- জাহাজ
- এরোপ্লেন
- ম্যাগলেভ
Q3. নিচের কোনটিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না ?
- হার্ডডিস্ক
- বৈদ্যুতিক ঘন্টা
- ইলেকট্রিক ইস্ত্রি
- লাউড স্পিকার
Q4. কোন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে ?
- 0°
- 45°
- 60°
- 90°
Q5. দিনের বেলা আকাশকে নীল দেখানোর কারণ
- আলোর প্রতিফলন
- আলোর প্রতিসরণ
- আলোর বিক্ষেপণ
- আলোর বিচ্ছুরণ
Q6. পৃষ্ঠটানের মাত্রা হলো
Q7. 1 ফার্মি = ?
- cm.
- m.
- cm.
- m.
Q8. দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হল
- আলোকবর্ষ
- অ্যাংস্ট্রম
- পারসেক
- ফার্মি
Q9. পৃথিবী ও সূর্যের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কোন সূত্র মেনে ক্রিয়া করে?
- গ্যালিলিওর সূত্র
- নিউটনের তৃতীয় সূত্র
- নিউটনের দ্বিতীয় সূত্র
- আইনস্টাইনের সূত্র
Physics MCQ Set 4
Q10. ইয়ং গুনাঙ্কের একক
- কিগ্রা/মিটার2
- নিউটন/মিটার2
- ক্যান্ডেলা
- কুলম্ব
Q11.
নিম্নের বেগ সময় লেখচিত্রটি একজন সাইকেল আরোহীর গতি নির্দেশ করে। 15 সেকেন্ডে সাইকেল আরোহীর ত্বরণ হবে
- 0 m/s2
- 5 m/s2
- 7 m/s2
- 15 m/s2
Physics MCQ Set 4
Q12. নিচের কোনটি মাত্রাহীন রাশি একক আছে ?
- বেগ
- ত্বরণ
- ঘনকোণ
- ঘাত
Q13. 1.2 m ব্যাসযুক্ত তামার তারের কুণ্ডলীর ভর 150 g এবং তামার ঘনত্ব 8.9 g/cc হলে, কুণ্ডলীর তারের দৈর্ঘ্য হবে
- 1200 cm. (প্রায়)
- 1300 cm.
- 1390 cm.
- 1490 cm. (প্রায়)
Q14. রকেট উৎক্ষেপণ এর মূলনীতি যে সূত্রে নিহিত তা হল
- নিউটনের প্রথম গতিসূত্র
- নিউটনের দ্বিতীয় গতিসূত্র
- নিউটনের তৃতীয় গতিসূত্র
- শক্তির নিত্যতা সূত্র
Q15. জলে ভাসমান একটি কাঠের ব্লকের আয়তন এর কিছু অংশ জলের উপরে আছে। ব্লকের উপর ঊর্ধ্বঘাত
- কাঠের ব্লকের ওজনের সমান
- কাঠের ব্লকের ওজনের থেকে কম
- কাঠের ব্লকের ওজনের থেকে বেশি
- নিমজ্জিত অংশের আয়তন এর দ্বারা নির্ণীত হয়
Physics MCQ Set 4
Q16. একটি বৈদ্যুতিক মিটারের রোধ 500 ওহম। হিটারটিকে 250V বিভব পার্থক্যে 100 s ক্রিয়া করালে কি পরিমান তাপ উৎপন্ন হয়?
- 1250 J
- 12500 J
- 125 J
- 15200 J
Physics MCQ Set 4
Q17. নিচের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
- X – রশ্মি
- অতিবেগুনি রশ্মি
- মাইক্রো তরঙ্গ
- দৃশ্যমান আলো
Q18. কোন পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ হবে
A. গুন
B. গুন
C. 2 গুন
D. 4 গুন
Q19. কোন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক হলে, আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হবে
Physics MCQ Set 4
Q20. ভোল্টেজ রেটিং-এ বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে
- বিভব-প্রভেদের মান
- প্রবাহমাত্রার মান
- ক্ষমতার মান
- রোধের মান
Q21. দিনের বেলা আকাশকে নীল দেখায়, আলোক সম্পর্কিত কোন ঘটনার জন্য ?
- প্রতিসরণ
- প্রতিফলন
- বিক্ষেপণ
- বিচ্ছুরণ
Q22. আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ?
- পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কারের জন্য
- প্লবতার সূত্র আবিষ্কারের জন্য
- গতির সূত্রাবলী আবিষ্কারের জন্য
- ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করার জন্য
Physics MCQ Set 4
Q23. ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সময় কি স্কেল ব্যবহৃত হয় ?
- সিসমো স্কেল
- পাইওনিয়ার স্কেল
- আর্থকোয়েক স্কেল
- রিখটার স্কেল
Q24. নিম্নলিখিত কোন ভৌত রাশির মান ও দিক থাকা সত্ত্বেও সেটি ভেক্টর রাশি নয় ?
- চাপ
- তড়িৎ প্রবাহমাত্রা
- ভরবেগ
- চৌম্বক প্রাবল্যক্ষেত্র
Q25. ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে
- বৃদ্ধাঙ্গুলি
- তর্জনী
- মধ্যমা
- কোনটাই নয়