Thu. Oct 31st, 2024

Physics MCQ Set 4

Jun 7, 2020

Physics MCQ Set 4

Physics MCQ Set 4

Q1. কোন একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুটি যখন সর্বোচ্চ অবস্থানে থাকবে, তখন তার  বেগ হবে

  1. 6 m/s
  2. 10 m/s
  3. 4 m/s
  4. 0 m/s
Show Answer
D.  0 m/s

 

Q2. কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ?

  1. বুলেট ট্রেন
  2. জাহাজ
  3. এরোপ্লেন
  4. ম্যাগলেভ
Show Answer
B.  জাহাজ

 Q3. নিচের কোনটিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না ?

  1. হার্ডডিস্ক
  2. বৈদ্যুতিক ঘন্টা
  3. ইলেকট্রিক ইস্ত্রি
  4. লাউড স্পিকার
Show Answer
C.  ইলেকট্রিক ইস্ত্রি

Q4. কোন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে ?

  1. 45°
  2. 60°
  3. 90°
Show Answer
A. 

Q5. দিনের বেলা  আকাশকে নীল  দেখানোর কারণ

  1. আলোর প্রতিফলন
  2. আলোর প্রতিসরণ
  3. আলোর বিক্ষেপণ
  4. আলোর বিচ্ছুরণ
Show Answer
C.  আলোর বিক্ষেপণ

Q6. পৃষ্ঠটানের মাত্রা হলো

  1. \left [ MT^{-2} \right ]
  2. \left [ MLT^{-2} \right ]
  3. \left [ LT^{-2} \right ]
  4. \left [ ML^{-3} \right ]
Show Answer
A.  {\color{DarkGreen} \left [ MT^{-2} \right ]}

Q7. 1 ফার্মি = ?

  1. 10^{-11} cm.
  2. 10^{-13} m.
  3. 10^{-15} cm.
  4. 10^{-15} m.
Show Answer
D. {\color{DarkGreen} 10^{-15}} m.

Q8. দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হল

  1. আলোকবর্ষ
  2. অ্যাংস্ট্রম
  3. পারসেক
  4. ফার্মি
Show Answer
C. পারসেক

Q9. পৃথিবী ও সূর্যের মধ্যে পারস্পরিক আকর্ষণ  বল কোন সূত্র মেনে ক্রিয়া করে?

  1. গ্যালিলিওর সূত্র
  2. নিউটনের তৃতীয় সূত্র
  3. নিউটনের দ্বিতীয় সূত্র
  4. আইনস্টাইনের সূত্র
Show Answer
B. নিউটনের তৃতীয় সূত্র

Physics MCQ Set 4

Q10. ইয়ং গুনাঙ্কের একক

  1. কিগ্রা/মিটার2
  2. নিউটন/মিটার2
  3. ক্যান্ডেলা
  4. কুলম্ব
Show Answer
B. নিউটন/মিটার2

Q11. JEXPO Physics mcq

নিম্নের বেগ সময় লেখচিত্রটি একজন সাইকেল আরোহীর গতি নির্দেশ করে। 15 সেকেন্ডে সাইকেল আরোহীর  ত্বরণ হবে

  1. 0 m/s2
  2. 5 m/s2
  3. 7 m/s2
  4. 15 m/s2
Show Answer
A. 0 m/s2

Physics MCQ Set 4

Q12. নিচের কোনটি মাত্রাহীন রাশি একক আছে ?

  1. বেগ
  2. ত্বরণ
  3. ঘনকোণ
  4. ঘাত
Show Answer
C. ঘনকোণ

Q13. 1.2 m ব্যাসযুক্ত তামার তারের কুণ্ডলীর ভর 150 g এবং তামার ঘনত্ব 8.9 g/cc হলে, কুণ্ডলীর তারের দৈর্ঘ্য হবে

  1. 1200 cm. (প্রায়)
  2. 1300 cm.
  3. 1390 cm.
  4. 1490 cm. (প্রায়)
Show Answer
D. 1490 cm. (প্রায়)

Q14. রকেট উৎক্ষেপণ এর মূলনীতি যে সূত্রে নিহিত তা হল

  1. নিউটনের প্রথম গতিসূত্র
  2. নিউটনের দ্বিতীয় গতিসূত্র
  3. নিউটনের তৃতীয় গতিসূত্র
  4. শক্তির নিত্যতা সূত্র
Show Answer
C. নিউটনের তৃতীয় গতিসূত্র

Q15. জলে ভাসমান একটি কাঠের ব্লকের আয়তন এর কিছু অংশ জলের উপরে আছে।  ব্লকের উপর ঊর্ধ্বঘাত

  1. কাঠের ব্লকের ওজনের সমান
  2. কাঠের ব্লকের ওজনের থেকে কম
  3. কাঠের ব্লকের ওজনের থেকে বেশি
  4. নিমজ্জিত অংশের আয়তন এর দ্বারা নির্ণীত হয়
Show Answer
C.  কাঠের ব্লকের ওজনের থেকে বেশি

Physics MCQ Set 4

Q16. একটি বৈদ্যুতিক মিটারের রোধ  500  ওহম। হিটারটিকে  250V  বিভব পার্থক্যে  100 s ক্রিয়া করালে কি পরিমান তাপ উৎপন্ন হয়?

  1. 1250 J
  2. 12500 J
  3. 125 J
  4. 15200 J
Show Answer
B. 12500 J

Physics MCQ Set 4

Q17. নিচের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?

  1. X – রশ্মি
  2. অতিবেগুনি রশ্মি
  3. মাইক্রো তরঙ্গ
  4. দৃশ্যমান আলো
Show Answer
C. মাইক্রো তরঙ্গ

Q18. কোন পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে  ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ হবে

 A.  \frac{1}{4}  গুন

 B.  \frac{1}{2}  গুন

 C.  2  গুন

 D.  4  গুন

Show Answer
D.  4  গুন

Q19. কোন  কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক K^{-1}  হলে, আয়তন প্রসারণ গুনাঙ্কের একক হবে

  1. K
  2. K^{-1}
  3. K^{3}
  4. K^{-3}
Show Answer
B. {\color{DarkGreen} K^{-1}}

Physics MCQ Set 4

Q20. ভোল্টেজ রেটিং-এ বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে

  1. বিভব-প্রভেদের মান
  2. প্রবাহমাত্রার মান
  3. ক্ষমতার মান
  4. রোধের মান
Show Answer
A. বিভব-প্রভেদের মান

Q21. দিনের বেলা আকাশকে নীল দেখায়, আলোক সম্পর্কিত কোন ঘটনার জন্য ?

  1. প্রতিসরণ
  2. প্রতিফলন
  3. বিক্ষেপণ
  4. বিচ্ছুরণ
Show Answer
C. বিক্ষেপণ

Q22. আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ?

  1. পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কারের জন্য
  2. প্লবতার সূত্র আবিষ্কারের জন্য
  3. গতির সূত্রাবলী আবিষ্কারের জন্য
  4. ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করার জন্য
Show Answer
B. প্লবতার সূত্র আবিষ্কারের জন্য

Physics MCQ Set 4

Q23. ভূমিকম্পের তীব্রতা পরিমাপের  সময় কি স্কেল ব্যবহৃত হয় ?

  1. সিসমো স্কেল
  2. পাইওনিয়ার স্কেল
  3. আর্থকোয়েক স্কেল
  4. রিখটার স্কেল
Show Answer
D. রিখটার স্কেল

Q24. নিম্নলিখিত কোন ভৌত রাশির মান ও দিক থাকা সত্ত্বেও সেটি ভেক্টর রাশি নয় ?

  1. চাপ
  2. তড়িৎ প্রবাহমাত্রা
  3. ভরবেগ
  4. চৌম্বক প্রাবল্যক্ষেত্র
Show Answer
B. তড়িৎ প্রবাহমাত্রা

Q25. ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে

  1. বৃদ্ধাঙ্গুলি 
  2. তর্জনী 
  3. মধ্যমা 
  4. কোনটাই নয়
Show Answer
B.  তর্জনী

Physics MCQ Set 1

Physics MCQ Set 2

Physics MCQ Set 3

Physics MCQ Set 4

Physics MCQ Set 5

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!