Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 1:
ΔABC -এর পরিকেন্দ্র O এবং ∠OAB = 50° হলে, ∠ACB -এর মান হবে –
Ⓐ 50°
Ⓑ 100°
Ⓒ 40°
Ⓓ 80°
সমাধানঃ
∠OAB = 50°
যেহেতু, OA = OB = বৃত্তের ব্যাসার্ধ
∴ ∠OAB = ∠OBA = 50°
Δ OAB এর
∠OAB + ∠OBA + ∠AOB = 180°
বা, 50° + 50° + ∠AOB = 180°
বা, ∠AOB = 180° -100°
∴ ∠AOB = 80°
আমরা জানি, একই বৃত্তচাপের (BCA) উপর অবস্থিত পরিধিস্থ কোণ (∠ACB) কেন্দ্রস্থ কোণের ( ∠AOB ) অর্ধেক হয়।
∴ ∠ACB =
উত্তরঃ Ⓒ 40°
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 2:
ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে, ∠A এর মান কত হবে ?
সমাধানঃ
ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে, ∠A এর মান 90° হবে।
কারণ, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র হয় এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান সর্বদা 90° হয়। (উত্তর)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 3:
বছরের প্রথমে বুলু ও তুলি যথাক্রমে 36000 ও 45000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস পরে টুসি 60000 টাকা মূলধন দেয়। যদি বছরের শেষে 40832 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা পাবে ?
সমাধান :
যেহেতু 5 মাস পর টুসি 60000 টাকা মূলধন দেন, তাই 5 মাসের পর থেকে বাকি (12 − 5) মাস অর্থাৎ, 7 মাস টুসির মূলধন ব্যবসায় খাটে।
বছরের শেষে যে লভ্যাংশের পরিমাণ হবে, তা যদি টুসি প্রত্যেক মাসে পেতে চায় তবে টুসিকে প্রতিমাসে ব্যবসায় মূলধন নিয়োগ করতে হবে
= (60000 × 7)
= 420000 টাকা
যেহেতু, বুলু ও তুলি বছরের মাঝে কোনো মূলধন নিয়োগ করেনি বা তুলে নেয়নি, তাই বুলু ও তুলির মূলধনের পরিমাণ হবে যথাক্রমে 36000 ও 45000 টাকা।
বছরের শেষে যে লভ্যাংশের পরিমাণ হবে, তা যদি বুলু প্রত্যেক মাসে পেতে চায় তবে বুলুকে প্রতিমাসে ব্যবসায় মূলধন নিয়োগ করতে হবে
= (36000 × 12)
= 432000 টাকা
আবার, বছরের শেষে যে লভ্যাংশের পরিমাণ হবে, তা যদি তুলি প্রত্যেক মাসে পেতে চায় তবে তুলিকে প্রতিমাসে ব্যবসায় মূলধন নিয়োগ করতে হবে
= (45000 × 12)
= 540000 টাকা
বুলু , তুলি ও টুসির মূলধনের অনুপাত
= 432000 : 540000 : 420000
= 432 : 540 : 420
= 144 : 180 : 140
= 72 : 90 : 70
= 36 : 45 : 35
এখন,
বুলুর মূলধনের অনুপাতিক ভাগহার
তুলির মূলধনের অনুপাতিক ভাগহার
এবং টুসির মূলধনের অনুপাতিক ভাগহার
মোট লভ্যাংশের পরিমাণ = 40832 টাকা
সুতরাং, 40832 টাকা থেকে
বুলুর লভ্যাংশ হবে
= 12672 টাকা।
তুলির লভ্যাংশ হবে
= 15840 টাকা।
এবং টুসির লভ্যাংশ হবে
= 12320 টাকা।
উত্তরঃ নির্ণেয় লভ্যাংশ থেকে বুলু পাবে 12672 টাকা, তুলি পাবে 15840 টাকাএবং টুসি পাবে 12320 টাকা।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 4:
একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় কর।
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 5:
O কেন্দ্রীয় বৃত্তের AC ব্যাস, ABC বৃত্তস্থ ত্রিভুজ এবং OP ⊥ AB । প্রমাণ করো যে, OP : BC = 1 : 2
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 6:
কোন বৃত্তের সেমি. দৈর্ঘ্যের একটি জ্যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত ?
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 7:
যদি এবং হয়, তবে প্রমান করো যে
সমাধান :
Something Wrong in Question.
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 8:
লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি.। গোলকটির রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করি।
সমাধান :
প্রদত্ত, গোলকের ব্যাস (2r) = 14 সেমি.
∴ গোলকের ব্যাসার্ধ (r) = সেমি.
∴ r = 7 সেমি.
এখন, গোলকটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল (A),
r –এর মান বসিয়ে পাই,
বর্গ সেমি.
বর্গ সেমি.
বর্গ সেমি.
বর্গ সেমি.
এখন, গোলকটির পৃষ্ঠতল প্রতি বর্গ সেমি. 2.50 টাকা হিসাবে রং করতে মোট খরচ পড়বে,
= 616 × 2.50 টাকা
= 1540 টাকা
উত্তরঃ নির্ণেয় মোট খরচের পরিমান 1540 টাকা।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 9:
একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতাবিশিষ্ট একটি নিরেট শব্ঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5 : 8 হলে, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি।
সমাধান :
উত্তরঃ নির্ণেয় ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3 : 4।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 10: -এর মান লিখি যখন
সমাধান :
আবার,
এখন,
(উত্তর)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 11: একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি ও সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি হলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে?
সমাধান :
উত্তরঃ নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.2 সেমি.।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 12: হলে, প্রমাণ করা যে
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 13: 4 জন পুরুষ , 6 জন স্ত্রীলোক এবং7 জন বালক কে 112 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন প্রত্যেক পুরুষ , প্রত্যেক বালকের 3 গুণ ও প্রত্যেক স্ত্রী লোকের দ্বিগুণ পায়৷
সমাধান :
পুরুষ = M
স্ত্রীলোক = F
বালক = B
প্রশ্নানুযায়ী,
এবং
এখন,
এবং
সুতরাং,
অর্থ্যাৎ,
আনুপাতিক সমষ্টি = 12 + 9 + 7 = 28
112 টাকার মধ্যে 4 জন পুরুষ মোট ভাগ পাবে,
টাকা
টাকা
টাকা (উত্তর)
112 টাকার মধ্যে 6 জন স্ত্রীলোক মোট ভাগ পাবে,
টাকা
টাকা
টাকা (উত্তর)
112 টাকার মধ্যে 7 জন বালক মোট ভাগ পাবে,
টাকা
টাকা
টাকা (উত্তর)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 14: (3x − 2y) : (x + 3y) = 5 : 6 হলে, (2x − 5y) : (3x + 4y) নির্ণয় করি।
সমাধান :
উত্তরঃ
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 15: a : b = c : d হলে দেখাই যে
সমাধান :
a : b = c : d
বা,
বা, (ধরি)
∴ a = bk ও c = dk
বামপক্ষ :
ডানপক্ষ :
∴ বামপক্ষ = ডানপক্ষ
(প্রমাণিত)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 16: x : a = y : b = z : c হলে দেখাই যে
সমাধান :
x : a = y : b = z : c
বা,
বা, (ধরি)
∴ x = ak, y = bk এবং z = ck
বামপক্ষ :
ডানপক্ষ :
∴ বামপক্ষ = ডানপক্ষ
(প্রমাণিত)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 17: যদি, a : b = e : d হয় তবে প্রমাণ করো
সমাধান :
a : b = e : d
বা,
বা, (ধরি)
∴ a = bk, e = dk
বামপক্ষ :
ডানপক্ষ :
∴ বামপক্ষ = ডানপক্ষ
(প্রমাণিত)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 18: হলে, -এর মান কত হবে ?
সমাধান :
প্রদত্ত,
ধরি,
∴ x = ak, y = 2bk ও z = 3ck
এখন,
-এর মান
(উত্তর)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 19: হলে, -এর মান কত হবে ?
সমাধান :
প্রদত্ত,
ধরি,
∴ x = 2k, y = 3k ও z = 7k
এখন,
-এর মান
(উত্তর)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 20: প্রমাণ করো
সমাধান :
বামপক্ষ :
ডানপক্ষ :
∴ বামপক্ষ = ডানপক্ষ (প্রমাণিত)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 21: প্রমাণ করো
সমাধান :
বামপক্ষ :
= ডানপক্ষ (প্রমাণিত)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 22: θ ধনাত্মক সূক্ষকোণ হলে secθ -এর মান হতে পারে না –
Ⓐ 1 -এর চেয়ে বেশি
Ⓑ 1 -এর চেয়ে কম
Ⓒ 1 -এর সমান
Ⓓ 0
সমাধান :
সঠিক নির্বাচনটি হবে Ⓑ 1 -এর চেয়ে কম
θ ধনাত্মক সূক্ষকোণ হলে secθ -এর মান 1 -এর চেয়ে কম হতে পারে না।
উত্তরঃ
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 23:
In ΔABC, DE//BC, ; If AC = 21 cm, find AE = ?
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 24:
সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যোন্যক হলে, k এর মান –
(a) −5
(b) 5
(c) −11
(d) 11
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 25:
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যখন –
(a) abc = 0
(b) bc = 0
(c) abc = 1
(d) a + bc = 0
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 26:
A ও B যৌথভাবে ব্যবসা শুরু করে। A-এর মূলধন B-এর মূলধনের দ্বিগুণ। 3 মাস পরে A তার মূলধনের 1/3 অংশ তুলে নেয় কিন্তু 7 মাস পরে যত অংশ তুলে নিয়েছিল তারই 1/3 অংশ জমা দেয় এবং B তার মূলধনের 1/4 অংশ তুলে নেয়। বছরের শেষে A-এর লভ্যাংশ 300 টাকা হলে B-এর লভ্যাংশ কত টাকা হবে?
সমাধান :
ধরি B- এর মূলধন = x টাকা
সুতরাং A-এর মূলধন = 2x টাকা
3 মাস পরে A মূলধন তুলে নেয়
টাকা
3মাস পর A-এর মূলধন হবে
টাকা
টাকা
7 মাস পরে A মূলধন নিয়োগ করে
টাকা
টাকা
7 মাস পর A-এর মূলধন হবে
টাকা
টাকা
বছরের শেষে যে লাভ হয় সেই লাভ প্রতিমাসে পেতে হলে A-কে বার্ষিক মূলধন নিয়োগ করতে হবে,
টাকা
টাকা
টাকা
7 মাস পরে B মূলধন তুলে নেয়
টাকা
7 মাস পর B-এর মূলধন হবে
টাকা
টাকা
বছরের শেষে যে লাভ হয় সেই লাভ প্রতিমাসে পেতে হলে B-কে বার্ষিক মূলধন নিয়োগ করতে হবে,
টাকা
টাকা
টাকা
A ও B- এর মূলধনের অনুপাত
সুতরাং A -এর মূলধন 300 টাকা হলে B -এর মূলধন হবে 168.75 টাকা।
উত্তরঃ B -এর মূলধনের পরিমান 168.75 টাকা।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 27:
10টি কামান প্রতি 5 মিনিটে 3 বার গোলা ছুড়ে ঘণ্টায় 270টি টার্গেট বিদ্ধ করলে 25টি কামান প্রতি 6 মিনিটে 5 বার গোলা ছুড়ে 1 ঘন্টায় ক-টি টার্গেট বিদ্ধ করতে পারবে?
সমাধান :
ভেদ তত্ত্বের প্রয়োগের মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি অতি সহজে সমাধান করা যায়।
ধরি, টার্গেটের সংখ্যা x টি, কামানের সংখ্যা c টি, গোলা ছোড়ার পরিমাণ y টি/মিনিট এবং সময়ের পরিমাণ t ঘন্টা।
মিশ্র ভেদের উপপাদ্য প্রয়োগে লেখা যায়,
যেখানে k = অশুণ্য ভেদ ধ্রুবক।
আমরা লিখতে পারি,
x = 270 টি , c = 10 টি, y = টি/মিনিট এবং t = ঘন্টা হলে,
এখন, k = 30, c = 25 টি, y = টি/মিনিট এবং t = 1 ঘন্টা হলে,
টি
উত্তরঃ নির্ণেয় 1 ঘন্টায় 625 টি বিদ্ধ করা যাবে।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 28:
10 বছর পর স্ত্রী ও পুত্র 3 : 2 অনুপাতে ভাগ পাবে এই শর্তে এক ব্যক্তি বার্ষিক 14% সরল সুদের হারে সরকারি ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষে তার পুত্র 6720 টাকা পেলে তিনি কত টাকার ঋণপত্র কিনেছিলেন?
সমাধান :
স্ত্রীর প্রাপ্ত অর্থ : পুত্রের প্রাপ্ত অর্থ
= 3 : 2
অর্থাৎ, পুত্রের প্রাপ্ত অর্থ = 6720 টাকা হলে
স্ত্রীর প্রাপ্ত অর্থ হবে = 10080 টাকা
∴ মোট = (6720 + 10080) টাকা (= সুদ-আসল)
ধরি ঋণপত্রের পরিমাণ P টাকা
10 বছরের সরল সুদ (I) = (16800 − P) টাকা
এখন, সূত্র থেকে পাই,
বা,
বা,
বা,
বা,
টাকা
উত্তরঃ নির্ণেয় ঋণপত্রের পরিমাণ 7000 টাকা।
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 28:
A, B, C একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করল যে লাভের 1/3 অংশ ব্যবসা বৃদ্ধির জন্য এবং বাকি টাকা 5 : 4 : 3 অনুপাতে ভাগ হবে। বছরের শেষে A, C -এর চেয়ে 500 টাকা বেশি পেলে লাভের বাৎসরিক পরিমাণ কত?
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
Question 28:
এক ব্যাক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে ও বাকি অংশ পোস্ট অফিসে রাখায় তার বছরের শেষে যা আয় হয়,সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার 50 টাকা বেশি আয় হতো। যদি ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সুদের হার যথক্রমে 10% ও 8% হয় তবে তিনি ব্যাংক ও পোস্ট অফিসে কত করে টাকা রেখেছিলেন। তার সঞ্চয়ের পরিমাণ 5700 টাকা।
সমাধান :
Students Request : Math (Class 5 to 10) (Part – 3)
WB Class 10 Math Book PDF Download