Koshe Dekhi 5.2 class 10
Koshe Dekhi 5.2 class 10
Q1. নিন্মলিখিত সমানুপাতে x-এর মান নির্ণয় করি :
(i) 10 : 35 :: x : 42 সমাধানঃ
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় x এর মান 12 |
Q1. নিন্মলিখিত সমানুপাতে x-এর মান নির্ণয় করি :
(ii) x : 50 :: 3 : 2 সমাধানঃ
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় x এর মান 75 |
Q2. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি :
(i) সমাধানঃ ধরি, চতুর্থ সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় চতুর্থ সমানুপাতীটি হল |
Q2. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি :
(ii) 9.6 কিগ্রা., 7.6 কিগ্রা., 28.8 কিগ্রা. সমাধানঃ ধরি, চতুর্থ সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় চতুর্থ সমানুপাতীটি হল 22.8 |
Q2. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি :
(iii) সমাধানঃ ধরি, চতুর্থ সমানুপাতীটি হল p সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় চতুর্থ সমানুপাতীটি হল |
Koshe dekhi 5.2 class 10
Q2. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি :
(iv) সমাধানঃ ধরি, চতুর্থ সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় চতুর্থ সমানুপাতীটি হল |
Koshe dekhi 5.2 class 10
Q3. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি :
(i) 5, 10 সমাধানঃ ধরি, তৃতীয় সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় তৃতীয় সমানুপাতীটি হল 20 |
Koshe dekhi 5.2 class 10
Q3. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি :
(ii) 0.24, 0.6 সমাধানঃ ধরি, তৃতীয় সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় তৃতীয় সমানুপাতীটি হল 1.5 |
Q3. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি :
(iii) সমাধানঃ ধরি, তৃতীয় সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় তৃতীয় সমানুপাতীটি হল |
Q3. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি :
(iv) সমাধানঃ ধরি, তৃতীয় সমানুপাতীটি হল p সুতরাং,
বা, বা, বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় তৃতীয় সমানুপাতীটি হল |
Q4. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির মধ্য ধনাত্মক সমানুপাতী নির্ণয় করি :
(i) 5 এবং 80 সমাধানঃ ধরি, মধ্য সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় মধ্য সমানুপাতীটি হল 20 |
Koshe dekhi 5.2 class 10
Q4. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির মধ্য ধনাত্মক সমানুপাতী নির্ণয় করি :
(ii) 8.1 এবং 2.5 সমাধানঃ ধরি, মধ্য সমানুপাতীটি হল x সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় মধ্য সমানুপাতীটি হল 4.5 |
Koshe dekhi 5.2 class 10
Q4. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির মধ্য ধনাত্মক সমানুপাতী নির্ণয় করি :
(iii) এবং সমাধানঃ ধরি, মধ্য সমানুপাতীটি হল p সুতরাং,
বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় মধ্য সমানুপাতীটি হল |
Q4. নিন্মলিখিত সংখ্যাগুচ্ছগুলির মধ্য ধনাত্মক সমানুপাতী নির্ণয় করি :
(iv) এবং সমাধানঃ ধরি, মধ্য সমানুপাতীটি হল p সুতরাং,
বা, বা, বা, বা,
উত্তরঃ নির্ণেয় মধ্য সমানুপাতীটি হল |
Q5. যদি a : b এবং c : d এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে লিখি।
উত্তরঃ যদি a : b এবং c : d এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলিও ( b:a ও d:c ) বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। |
Q6. তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি।
সমাধানঃ ধরি, তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা হল x, y এবং z ∴ x, y, z দ্বারা গঠিত ক্রমিক সমানুপাত গুলি হল i) x : y :: y : z ii) z : y :: y : x উত্তরঃ তিনটি ক্রমিক সমানুপাতী সংখ্যা দিয়ে 2 টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। |
Q7. 5 টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে, পঞ্চমটি নির্ণয় করি।
সমাধানঃ প্রদত্ত, 5 টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি = 2 এবং দ্বিতীয়টি = 6 ধরি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সমানুপাতীটি যথাক্রমে a, b এবং c সুতরাং,
যেহেতু,
বা, বা,
আবার,
বা, [ a = 18 বসিয়ে পাই ] বা, বা,
আবার,
বা, [ a = 18 ও b= 54 বসিয়ে পাই ] বা, বা,
উত্তরঃ নির্ণেয় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সমানুপাতীটি যথাক্রমে 18, 54 এবং 162 |
Q8. 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে হিসাব করে লিখি।
সমাধানঃ ধরি, 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে x যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে। সুতরাং,
বা, বা, বা, বা, বা, বা,
উত্তরঃ 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে। |
Q9. 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে নির্ণয় করি।
সমাধানঃ ধরি, 23, 30, 57 এবং 78 এর প্রত্যেকটি থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে। সুতরাং,
বা, বা, বা, বা, বা, বা, বা,
উত্তরঃ 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটি থেকে 6 বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে। |
Q10. p, q, r, s এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে নির্ণয় করি।
সমাধানঃ ধরি, p, q, r, এবং s এর প্রত্যেকটি থেকে x বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে। সুতরাং,
বা, বা, বা, বা, বা,
উত্তরঃ p, q, r ও s এর প্রত্যেকটি থেকে বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে। |
Very very very helpful