Physics MCQ Set 5
Physics MCQ Set 5
Q1. একটি সুতোর কাপড়ের একপ্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় ভিজে যায় কারণ
- সান্দ্রতা
- কৈশিক ক্রিয়া
- মহাকর্ষ
- স্থিতিস্থাপকতা
Q2. শব্দের বেগ সবচেয়ে বেশি
- শূন্যস্থানে
- কঠিন মাধ্যমে
- তরল মাধ্যমে
- গ্যাসীয় মাধ্যমে
Physics MCQ Set 5
Q3. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
- বৈদ্যুতিক মোটর
- থার্মোস্ট্যাট
- রেকটিফায়ার
- ডায়নামো
Q4. কোন তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে সেটির রোধ
- 2 গুন কমবে
- 2 গুন বাড়বে
- অপরিবর্তিত থাকবে
- বাড়তেও পারে, কমতেও পারে
Q5. এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?
- মনোমিটার
- স্পেকট্রোমিটার
- ফ্লেমিং স্কোয়ার
- SWR মিটার
Physics MCQ Set 5
Q6. গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলি কোন সমবায় যুক্ত থাকে ?
- সমান্তরাল সমবায়
- শ্রেণী সমবায়
- a ও b উভয়ই
- a অথবা b
Q7. 240V – 60W বাতির রোধ
- 240 Ω
- 480 Ω
- 720 Ω
- 960 Ω
Q8. একক বিহীন রাশি কোনটি ?
- তড়িৎ আধান
- আপেক্ষিক গুরুত্ব
- দীপন প্রাবল্য
- পৃষ্ঠটান
Q9. ক্ষমতার মাত্রা হল
Q10. একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের বাহু বরাবর 40 সেকেন্ডে ক্ষেত্রটি পরিক্রমা করে । 2 মিনিট 20 সেকেন্ড শেষে কৃষকটির সরণ হবে
- 5 m.
- m.
- 10 m.
- m.
Q11. একটি পাত্রের তলদেশ 5 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট । পাত্রটির গভীরতা 50 cm.। পাত্রটি জল দিয়ে ভর্তি করলে পাত্রের তলদেশের জলের ঘাত নির্ণয় করো
- 2450 dyne
- 24500 dyne
- 245000 dyne
- 40900 N
Q12. পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে
- স্থির দেখে
- একই বেগে গতিশীল দেখে
- ভিন্ন বেগে গতিশীল দেখে
- কখনো স্থির আবার কখনো গতিশীল দেখেন
Physics MCQ Set 5
Q13. 6000 Å তরঙ্গদৈর্ঘ্যের কোন আলোক রশ্মি জলে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হবে
- 4000 Å
- 4500 Å
- 6000 Å
- 8000 Å
Q14. কোন পরিবাহীর রোধ উষ্ণতা বৃদ্ধিতে
- প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- হ্রাস পায়
- অপরিবর্তিত থাকে
Q15. সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি হল
- সদবিম্ব ও সমশীর্ষ
- অসদবিম্ব ও সমশীর্ষ
- সদবিম্ব ও অবশীর্ষ
- অসদবিম্ব ও অবশীর্ষ
Physics MCQ Set 5
Q16. অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন এর গুণফল ধ্রুবক। এটি হলো
- বয়েলের সূত্র
- চার্লসের সূত্র
- অ্যাভোগাড্রো সূত্র
- গে-লুসাকের সূত্র
Q17. বিভব পার্থক্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল
- ভোল্টমিটার
- ভোল্টামিটার
- অ্যামমিটার
- থার্মোমিটার
Q18. ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয়
- মোটর নিয়ম
- আবেশ নিয়ম
- ডায়নামো নিয়ম
- কোনটাই নয়
Physics MCQ Set 5
Q19. মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দূরত্ব যথাক্রমে
- 0 cm. এবং 25 cm.
- 25 cm. এবং অসীম
- 25 cm. এবং 50 cm.
- 50 cm. এবং 100 cm.
Q20. নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় ?
- ফার্মি
- বেকারেল
- কুরি
- রাদারফোর্ড
Q21. কোন পরিবাহীর মধ্য দিয়ে 6 A প্রবাহমাত্রা 5 মিনিট ধরে চললে, মোট প্রবাহিত আধানের পরিমাণ হবে
- 1 C
- 1.5 C
- 30 C
- 1800 C
Physics MCQ Set 5
Q22. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন ?
- সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে তাপ উৎপন্ন হয়
- বজ্রপাতের ফলে উৎপন্ন হয়
- মেঘ উত্তম তাপ পরিবাহক
- মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয়
Q23. আদর্শ অ্যামমিটারের রোধ
- শূন্য
- অসীম
- পরিবর্তিত হয়
- কোনটাই নয়
Physics MCQ Set 5
Q24. গতিশীল সান্দ্রতার S.I. একক
- পাস্কাল
- পাস্কাল-সেকেন্ড
- পয়েজ
- নিউটন-মিটার
Q25. কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব মাপা হয় ?
- হাইড্রোমিটার
- হাইগ্রোমিটার
- স্পাইরোমিটার
- ট্যাকোমিটার