Fri. Dec 13th, 2024

Prantik Class 10 Life Science Chapter 5

অধ্যায়ঃ পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ 

Prantik Class 10 Life Science Chapter 5  

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :  (প্রশ্নমান 1) 

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :


 Question 1 :

নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশনের শনাক্তকারী বৈশিষ্ট্যটি হল – 

Options :

(A) মৃত জীবদেহের প্রােটিন বিশ্লিষ্ট হয়ে অ্যামােনিয়া উৎপন্ন হয়

(B) অ্যামােনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়

(C) নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হয়

(D) নাইট্রোজেন থেকে অ্যামােনিয়া উৎপন্ন হয়

উত্তরঃ 

(B) অ্যামােনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়


Question 2 :

পূর্ব-হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল

Options :

(A) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুনাচল প্রদেশ 

(B)  আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে 

(C) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চলে

(D) সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চলে

উত্তরঃ 

(D)  সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চলে


Question 3 :

কোন বিজ্ঞানী জীববৈচিত্র্য হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন –

Options :

(A) নরম্যান মায়ার্স

(B)  উইলসন  

(C) অক্সফোর্ড

(D) ফোর্ড

উত্তরঃ 

(A) নরম্যান মায়ার্স


Question 4 :

বায়ুতে কোন্ গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি ?

Options :

(A) CO2

(B)  O2

(C) N2

(D) SO2

উত্তরঃ 

(C) N2


Question 5 :

কোন্ প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায় ?

Options :

(A) বায়ুদূষণ

(B) জলদূষণ

(C) মাটিদূষণ

(D) শব্দদূষণ

উত্তরঃ 

(B) জলদূষণ


Question 6 :

জৈববিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হল

Options :

(A) ফসফেট 

(B) ডিটারজেন্ট 

(C) DDT 

(D) CFC

উত্তরঃ 

(C) DDT 


Question 7 :

নীচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?

Options :

(A) নাইট্রোসোমোনাস 

(B) নাইট্রোব্যাকটর  

(C) সিউডোমোনাস 

(D) ব্যাসিলাস 

উত্তরঃ 

(C) সিউডোমোনাস 


Question 8 :

ফুসফুসের ক্যানসার সৃষ্টি করে

Options :

(A) বেঞ্জোপাইরিন

(B) N-নাইট্রোসােডাইমিথিলিন

(C) টার

(D) সবকটি

উত্তরঃ 

(D) সবকটি


Question 9 :

নীচের কোনটি মানবদেহে তেজস্ক্রিয় বিকিরণের ফল ?

Options :

(A) ব্লাড ক্যানসার

(B) অস্থিমজ্জার ক্যানসার

(C) বিকলাঙ্গতা

(D) সবকটি

উত্তরঃ 

(D) সবকটি


Question 10 :

আফলাটক্সিন নির্গত করে

Options :

(A) ছত্রাক

(B) ব্যাকটেরিয়া

(C) ভাইরাস

(D) প্রােটোজোয়া

উত্তরঃ 

(A) ছত্রাক


Question 11 :

ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের হয়

Options :

(A) ফুসফুস ক্যানসার

(B) ত্বক ক্যানসার

(C) যকৃৎ ক্যানসার

(D) ব্লাডার ক্যানসার

উত্তরঃ 

(C) যকৃৎ ক্যানসার


Question 12 :

নীচের কোন গাছটি থেকে ক্যানসার রােগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায়

Options :

(A) নয়নতারা

(B) ইসবগুল

(C) সিঙ্কোনা

(D) কালমেঘ

উত্তরঃ 

(A) নয়নতারা


Question 13 :

অ্যাগােরা উল কোন প্রাণী থেকে পাওয়া যায় ?

Options :

(A) ভেড়া

(B) ছাগল

(C) তিব্বতী অ্যান্টিলােপ

(D) খরগােশ

উত্তরঃ 

(D) খরগােশ


Question 14 :

বর্তমানে ভারতে জীববৈচিত্র্য হটস্পট-এর সংখ্যা হল

Options :

(A) পাঁচটি

(B) চারটি

(C) তিনটি

(D) দুটি

উত্তরঃ 

(B) চারটি


Question 15 :

কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া ?

Options :

(A) অ্যাজোটোব্যাকটর

(B) ক্লসট্রিডিয়াম

(C) A ও B উভয়ই

(D) কোনােটিই নয়

উত্তরঃ 

(C) A ও B উভয়ই


Question 16 :

কোনটি কার্সিনােজেন নয়

Options :

(A) টার

(B) বেঞ্জোপাইরিন

(C) CO

(D) UV-রশ্মি

উত্তরঃ 

(C) CO


Question 17 :

অতিরিক্ত ব্যবহারের ফলে নীচের কোন প্রাণীর অস্তিত্ব আজ বিপন্ন ?

Options :

(A) কস্তুরী মৃগ

(B) বাঘ

(C) গন্ডার

(D) জায়েন্ট পান্ডা

উত্তরঃ 

(A) কস্তুরী মৃগ


Question 18 :

ইন-সিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হল –

Options :

(A) জাতীয় উদ্যান

(B) অভয়ারণ্য

(C) বায়ােস্ফিয়ার রিজার্ভ

(D) সবকটি 

উত্তরঃ 

(D) সবকটি


Question 19 :

ভারতের প্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভটি হল

Options :

(A) নন্দাদেবী

(B) নীলগিরি বায়ােস্ফিয়ার রিজার্ভ

(C) সুন্দরবন

(D) নামধাপা

উত্তরঃ 

(B) নীলগিরি বায়ােস্ফিয়ার রিজার্ভ


Question 20 :

এক্স-সিটু সংরক্ষণের একটি উপায় হল

Options :

(A) জিন ব্যাংক

(B) বােটানিক্যাল গার্ডেন

(C) চিড়িয়াখানা

(D) সবকটি

উত্তরঃ 

(D) সবকটি


Question 21 :

কত তাপমাত্রায় শুক্রাণু, ডিম্বাণু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় ?

Options :

(A) −100°F

(B) −196°C

(C) −190°F

(D) −100°C

উত্তরঃ 

(B) −196°C


Question 22 :

গঙ্গার শুশুকের সংখ্যা কমে যাওয়ার কে কারণ হল

Options :

(A) প্রাকৃতিক দুর্যোগ

(B) পরিবেশ

(C) অতিব্যবহার

(D) বাসস্থান ধ্বংস

উত্তরঃ 

(D) ভাইসম্যান


Question 23 :

মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ ক হয় ?

(A) কানহা

(B) সরিষ্কা

(C) রনথম্ভর 

(D) ভিতরকণিকা 

উত্তরঃ 

(A) কানহা 


Question 24 :

ক্রায়ােসংরক্ষণে ব্যবহৃত হয়
(A) তরল নাইট্রোজেন
(B) তরল অক্সিজেন
(C) হাইড্রোজেন
(D) অ্যাসিটিলিন
উত্তরঃ 

(A) তরল নাইট্রোজেন


Prantik Class 10 Life Science Chapter 5

Prantik Class 10 Life Science Chapter 4

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1) 

(I) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :

Q1  _________ সর্বাধিক প্রাচুর্য্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। 
Ans : জীববৈচিত্র্য -এর 
Q2  ___________ উদ্ভিদের অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। 
Ans : জলজ 
Q3  _________ হল নীলাভ সবুজ শৈবাল। 
Ans : সায়ানোব্যাকটেরিয়া
Q4 ইউরিয়া একটি নাট্রোজেনযুক্ত ______ । 
Ans : সার 
Q5 ক্যানসার সৃষ্টিকারী পদার্ধকে বলে __________ । 
Ans : কারসিনোজেন 
Q6 নাইট্রেট লবন থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হাওয়াকে বলে _________ । 
Ans : ডি- নাইট্রোফিকেশন 
Q7 ধূমপান ও বায়ুদূষণের কারণে ___________ নামক ফুসফুসের রোগ হয়। 
Ans : ব্রঙ্কাইটিস 
Q8  রেডিয়াম একপ্রকার ________ মৌল। 
Ans : তেজস্ক্রিয় 
Q9  __________ অম্লবৃষ্টি ঘটায়। 
Ans : বায়ুদূষণ / SO/ NO2
Q10DDT হল ____________ দূষক।   
Ans : অভঙ্গুর 
Q11  ছত্রাক নিঃসৃত __________ টক্সিন যকৃতের ক্যানসার ঘটায়। 
Ans : α (আলফা)
Q12  অতি ব্যবহারের ফলে ________ উদ্ভিদটি আজ বিপদগ্রস্ত। 
Ans : সর্পগন্ধা
Q13  করবেট জাতীয় উদ্দ্যানটি _________ রাজ্যে অবস্থিত। 
Ans : উত্তরাখন্ড 

 

Prantik Class 10 Life Science Chapter 5

Prantik Class 10 Life Science Chapter 4

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. (II) নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো :

Q1 SO2 ও NH3 হল দুটি গ্রিনহাউস গ্যাস। 
Ans : মিথ্যা
Q2 নাইট্রোজেন মৌলটি উদ্ভিদরা সরাসরি গ্রহণ করতে পারে না।
Ans : সত্য

 

Q3 অ্যামােনিয়াম সালফেটের অত্যধিক ব্যবহারে জমি আম্লিক হয়। 
Ans : সত্য
Qএকটানা শব্দদূষণে হৃৎপিণ্ডের গােলযােগ দেখা যায়।
Ans : সত্য
Q5   UV-রশ্মি একপ্রকার টেরাটোজেন।
Ans : মিথ্যা
Q6প্রতিদিন দেড় একর বর্যা-অরণ্য কাটা হচ্ছে।
Ans : মিথ্যা
Q7 জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে।
Ans : সত্য
QCO2 ও HO হল গ্রিনহাউস গ্যাস।
Ans : সত্য
Qতামাক চিবােলে মুখে ও ঠোটে ক্যানসার হয়। 
Ans : সত্য
Q10 দমকলকর্মীদের ব্রংকাইটিস হবার সম্ভাবনা থাকে।
Ans : সত্য

 

Q11 হাঁপানির প্রধান কারণ হল ধোঁয়া ও ধূলিকণা।

Ans : সত্য

 

Q12ইসবগুল কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় লাগে।

Ans : সত্য

 

Q13 ভারতবর্ষ একটি অতিবৈচিত্র্যশালী দেশ।

Ans : সত্য

 

Q14 পৃথিবীতে অতিবৈচিত্র্যশালী দেশের সংখ্যা 12টি।

Ans : মিথ্যা

 

Q15 DDT বায়ােলজিক্যাল ম্যাগনিফিকেশন বা জৈববিবর্ধন ঘটায়।

Ans : সত্য

 

Q16 জিয়ার্ডিয়াসিস মাটিদূষণের ফলে সৃষ্ট একটি রােগ।

Ans : মিথ্যা

 

Q17 করবেট ন্যাশানাল পার্ক ভারতের প্রথম ন্যাশানাল পার্ক।

Ans : সত্য

 

Q18 ______________ উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে।

Ans : পার্থেনিয়াম 

 

Prantik Class 10 Life Science Chapter 5

Prantik Class 10 Life Science Chapter 4

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. (III) বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোড়াটি পুনরায় লেখাে : 

1.

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) অনুনালিকা   (a) পরাগ বাহকের প্রয়োজন হয়না 
(ii) স্বপরাগযোগ   (b) ডিপ্লয়েড কোশ 
(iii) জাইগোট   (c) হ্যাপ্লয়েড কোশ 
(iv) গর্ভপত্র   (d) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে 
(v) সমবিভাজন   (e) স্ত্রীস্তবকের একক 
 (f) মাইটোসিস 

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) অনুনালিকা  (d) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে
(ii) স্বপরাগযোগ  (a) পরাগ বাহকের প্রয়োজন হয়না 
(iii) জাইগোট  (b) ডিপ্লয়েড কোশ
(iv) গর্ভপত্র   (e) স্ত্রীস্তবকের একক 
(v) সমবিভাজন  (f) মাইটোসিস

 

2.

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) দ্বিনিষেক   (a) দ্বিবিভাজন 
(ii) পরাগরেণু   (b) ক্রোমোজোম সংখ্যার হ্রাস 
(iii) অ্যামিবা   (c) পরাগনালি গঠন করে 
(iv) মিয়োসিস   (d) গুপ্তবীজী উদ্ভিদ 
(v) কলাকর্ষণ   (e) সেলপ্লেট গঠন 
 (f) মাইক্রোপ্রোপাগেশন 

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) দ্বিনিষেক  (d) গুপ্তবীজী উদ্ভিদ
(ii) পরাগরেণু  (c) পরাগনালি গঠন করে 
(iii) অ্যামিবা  (a) দ্বিবিভাজন
(iv) মিয়োসিস  (b) ক্রোমোজোম সংখ্যার হ্রাস 
(v) কলাকর্ষণ  (f) মাইক্রোপ্রোপাগেশন 

 

Prantik Class 10 Life Science Chapter 5

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B.(IV) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :

1. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তরঃ নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাকটর, নাইট্রোসিস্টিস প্রভৃতি।

 

2. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :

(a) একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, ভারতের বিপন্ন প্রজাতি, রেড পান্ডা।

(b) সুন্দাল্যান্ড, ইন্দো-বার্মা, ভারতের জীববৈচিত্র্য হটস্পট, পূর্ব হিমালয়।

(c) চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্স-সিটু সংরক্ষরণ, ক্রায়ো সংরক্ষণ।

উত্তরঃ 

(a) ভারতের বিপন্ন প্রজাতি

কারণ – একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, রেড পান্ডা প্রভৃতি হলো ভারতের বিপন্ন প্রজাতি। 

(b) ভারতের জীববৈচিত্র্য হটস্পট

কারণ – সুন্দাল্যান্ড, ইন্দো-বার্মা, পূর্ব হিমালয় প্রভৃতি হলো ভারতের জীববৈচিত্র্য হটস্পট।

(c) এক্স-সিটু সংরক্ষরণ

কারণ – চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ প্রভৃতি হলো এক্স-সিটু সংরক্ষরণ।

 

3. বায়ুমণ্ডলে N2 -এর স্বাভাবিক পরিমান কত ?

উত্তরঃ বায়ুমণ্ডলে  N2 -এর স্বাভাবিক পরিমান 78.09%

 

4. অ্যামোনিয়া থেকে নাইট্রেট (NO3) তৈরি হওয়াকে কী বলে ?

উত্তরঃ অ্যামোনিয়া থেকে নাইট্রেট (NO3) তৈরি হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশান। 

 

 

5. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তরঃ নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাকটর, নাইট্রোসিস্টিস প্রভৃতি।

 

6. কোন্ প্রক্রিয়ায় নাইট্রেট (NO3) থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ?

উত্তরঃ অ্যামোনিয়া থেকে নাইট্রেট (NO3) তৈরি হওয়াকে বলা হয় নাইট্রিফিকেশান। 

 

7. একটি ভৌত কারসিনোজেনের নাম লেখো।

উত্তরঃ γ-রশ্মি, α-রশ্মি, UV-রশ্মি প্রভৃতি। 

 

8. বর্তমানে পৃথিবীর লোকসংখ্যা কত ?

উত্তরঃ প্রায়  784  কোটি (2021)

 

9. একটি মিথোজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তরঃ নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম হলো ‘রাইজোবিয়াম’

 

10. কোন্ শ্যাওলা নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে পারে ?

উত্তরঃ অ্যানাবিনা, নষ্টক প্রভৃতি হলো নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল। 

 

11. নাইট্রোজেনের কোন্ অক্সাইডটি গ্রিনহাউস গ্যাস ?

উত্তরঃ নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2)

 

12. পৃথিবীতে মিষ্টিজলের পরিমাণ কত শতাংশ ?

উত্তরঃ পৃথিবীতে মিষ্টিজলের পরিমাণ প্রায়  3%

 

13. জলদূষণের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।

উত্তরঃ কলেরা, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, যক্ষ্মা প্রভৃতি।

 

14. নাইট্রেট হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে ?

উত্তরঃ নাইট্রেট হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে ‘মেথহিমোগ্লোবিন’ উৎপন্ন করে। 

 

15. দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।

উত্তরঃ ইউরেনিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি হলো তেজস্ক্রিয় মৌল। 

 

16. তেজস্ক্রিয় দূষণের দুটি উৎস লেখো।

উত্তরঃ পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক গবেষণাগার প্রভৃতি। 

 

17. কোন্ নাইট্রোজেনযুক্ত সারের অতিরিক্ত ব্যবহারে মাটি আম্লিক হয় ?

উত্তরঃ  অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3)

 

18. কোন্ উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে ?

উত্তরঃ তুলো গাছের/উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে।

 

19. প্রজাতি বৈচিত্র্য কী ?

উত্তরঃ একটি নিদৃষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে ওই স্থানের প্রজাতি বৈচিত্র্য বলে। 

 

20. হটস্পট কথাটি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ হটস্পট কথাটি সর্বপ্রথম (1988 সালে) নরম্যান মায়ার্স (Norman Myers) প্রবর্তন করেন। 

 

21. কোন্ গাছটিকে Terror of Bengal বলে ?

উত্তরঃ কচুরিপানা উদ্ভিদকে Terror of Bengal বলে। 

 

22. এক্স-সিটু সংরক্ষণের দুটি উপায় লেখো।

উত্তরঃ চিড়িয়াখানা, ক্রায়োসংরক্ষন প্রভৃতি সৃষ্ট্রির মাধ্যমে এক্স-সিটু সংরক্ষণ করা হয়। 

 

23. ইনসিটু সংরক্ষণের দুটি উপায় লেখো।

উত্তরঃ জাতীয় উদ্যান, অভয়ারণ্য প্রভৃতি সৃষ্ট্রির মাধ্যমে ইনসিটু সংরক্ষণ করা হয়।

 

24. জিন ব্যাংক কী ?

উত্তরঃ জিন ব্যাংক হলো এক ধরনের বড় রেফ্রিজারেটর যার মধ্যে জননকোষ, বীজ, ভ্রূণ, পরাগরেণু  ইত্যাদি  বিভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করে  নির্দিষ্ট সময় পরে কার্যকর করা হয়। 

 

25. পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।

উত্তরঃ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং দার্জিলিং জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্প। 

 

26. NBPGR-এর পুরো নাম কী ?

উত্তরঃ ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস (National Bureau of Plant Genetic Resources)

 

27. পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো।

উত্তরঃ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ (1988)। 

 

28. পশ্চিমবঙ্গের ও কেরলের একটি অভয়ারণ্যের নাম লেখো।

উত্তরঃ জলদাপাড়া অভয়ারণ্য (পশ্চিমবঙ্গ), পেরিয়ার অভয়ারণ্য (কেরল)

 

29. পেরিয়ার অভয়ারণ্যে কোন্ প্রাণী সংরক্ষণ করা হয় ?

উত্তরঃ পেরিয়ার অভয়ারণ্যে প্রধানত হাতি সংরক্ষণ করা হয়। এছাড়াও বাঘ, লেপার্ড, গাউর প্রভৃতি প্রাণী সংরক্ষণ করা হয়।

 

30. পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো।

উত্তরঃ সুন্দরবনের ভগবতপুর কুমির প্রকল্প। 

 

31. বিসদৃশ শব্দটি বেছে লেখো :

(a) চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়োসংরক্ষণ, অভয়ারণ্য।

(b) CFC, CH4, O3, O2

উত্তরঃ 

(a) অভয়ারণ্য। 

 কারণ – অভয়ারণ্য হলো একপ্রকার ইনসিটু সংরক্ষণ। অপরপক্ষে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়োসংরক্ষণ প্রভৃতি হলো এক্স-সিটু সংরক্ষণ। 

 

(b) O2

কারণ – শুধুমাত্র  O ছাড়া প্রদত্ত অন্যান্য গ্যাসগুলি হলো গ্রিনহাউস গ্যাস। 

 

32. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও –

(a) যক্ষ্মা : ব্যাকটেরিয়া :: ইনফ্লুয়েঞ্জা জ্বর : …..

(b) 4 ফেব্রুয়ারি : বিশ্ব ক্যানসার দিবস :: 1 ডিসেম্বর : …..

উত্তরঃ 

(a) যক্ষ্মা : ব্যাকটেরিয়া :: ইনফ্লুয়েঞ্জা জ্বর : ভাইরাস

 Note : ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়ে থাকে। 

 

(b) 4 ফেব্রুয়ারি : বিশ্ব ক্যানসার দিবস :: 1 ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস


Prantik Class 10 Life Science Chapter 5

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5

Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5,Prantik Class 10 Life Science Chapter 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!