Physics MCQ Set 1
Physics MCQ Set 1
Q1. a, b, c, d চারটি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5, 1.4, 2.5 ও 1.3, এদের মধ্যে কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি ?
- a
- b
- c
- d
Q2. তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ?
- ভোল্টমিটার
- ভোল্টামিটার
- অ্যামমিটার
- পোটেনশিওমিটার
Q3. লেন্সের ক্ষেত্রে f চিহ্নটি নির্দেশ করে
- লেন্সের উন্মেষের ব্যাস
- লেন্সের ফোকাস দৈর্ঘ্য
- লেন্সের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষের ব্যাসের অনুপাত
- কোনটাই নয়
Q4. ওহমীয় পরিবাহীর I – V লেখচিত্র কোনটি ?
Physics MCQ Set 1
Q5. রাস্তার বৈদ্যুতিক বাতিতে প্রতিফলক রূপে ব্যবহৃত হয় কোনটি ?
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- অধিবৃত্তীয় দর্পণ
Q6. নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ?
- জল
- পারদ
- দুধ
- তামা
Q7. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে নিচের কোনটির ক্ষেত্রে রোধাঙ্ক হ্রাস পায়?
- পরিবাহী
- অর্ধপরিবাহী
- অতিপরিবাহী
- অন্তরক
Q8. লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়
- আবিষ্ট প্রবাহের মান
- আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ
- আবিষ্ট প্রবাহের অভিমুখ
- আবিষ্ট তড়িচ্চালক বলের মান
Q9. ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে কোনটি তৈরি হয়েছে?
- হিটার
- জেনারেটর
- ইস্ত্রি
- বৈদ্যুতিক মোটর
Q10. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β, ও আয়তন প্রসারণ গুণাঙ্ক -এর মধ্যে সম্পর্কটি হল
Q11. 300 K তাপমাত্রা = ?
- 17°C
- 27°C
- 37°C
- 47°C
Q12. বিক্ষেপিত আলোর তীব্রতা (I) ও তরঙ্গ দৈর্ঘ্যের () মধ্যে সম্পর্ক হল
Physics MCQ Set 1
Q13. প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব
- 7 cm.
- 14 cm.
- 25 cm.
- 100 cm.
Q14. অবতল দর্পণে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে
- মেরুতে
- ফোকাসে
- বক্রতা কেন্দ্রে
- অসীমে
Physics MCQ Set 1
Q15. আন্তর্জাতিক নিয়মানুযায়ী লাইভ তারের রং
- বাদামি
- লাল
- নীল
- সবুজ
Q16. প্রিজমের চ্যুতি কোণ এর মান
Q17. যদি পৃথিবীর আবর্তনের গতি বেড়ে যায় তাহলে বস্তুর ওজন
- বাড়বে
- কমবে
- বাড়বে বা কমবে
- অপরিবর্তিত থাকবে
Q18. ডায়নামোর কাজ হল
- বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা
- যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা
- আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা
- যান্ত্রিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা
Physics MCQ Set 1
Q19. কিসের বয়স নির্ণয় করতে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটি ব্যবহার করা হয় ?
- মাটি
- জীবাশ্ম
- পাহাড়
- সবকটি
Q20. সুপারসনিক প্লেনের গতিবেগ
- আলোর গতিবেগ এর সমান
- শব্দের গতিবেগ এর সমান
- শব্দের গতিবেগ এর থেকে কম
- শব্দের গতিবেগ এর থেকে বেশি
Q21. রেকটিফায়ার ব্যবহার করা হয় নিচের কোন বিষয়টি পরিবর্তন করার জন্য ?
- উচ্চবিভব থেকে নিম্নবিভব
- নিম্নবিভব থেকে উচ্চবিভব
- পরিবর্তী প্রবাহ থেকে সমপ্রবাহ
- সমপ্রবাহ থেকে পরিবর্তী প্রবাহ
Q22. বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে পড়ছে । এক ব্যক্তি পূর্বদিক বরাবর হাঁটতে থাকলে বৃষ্টি কোনদিক থেকে পড়ছে বলে তার মনে হবে ?
- পূর্ব
- উত্তর-পূর্ব
- পশ্চিম
- উত্তর-পশ্চিম
Physics MCQ Set 1
Q23. পৃথিবী থেকে চাঁদের দিকে ধাবমান কোন রকেটের মুক্তি বেগ হল এমন এক বেগ, যা মুক্ত হয়
- চাঁদের অভিকর্ষ টান থেকে
- বায়ুমণ্ডলীয় চাপ থেকে
- পৃথিবীর অভিকর্ষ টান থেকে
- পৃথিবীর অভিকেন্দ্র বল থেকে
Q24. তাপ পরিবাহিতাঙ্কের মান নির্ভর করে
- উষ্ণতার পার্থক্যের ওপর
- দৈর্ঘ্যের ওপর
- উপাদানের প্রকৃতির ওপর
- দৈর্ঘ্য ও উষ্ণতার পার্থক্যের ওপর
Q25. 12 V গাড়ির ব্যাটারিতে 0.4 A প্রবাহমাত্রা বহন করলে বাল্বের রোধ হবে
- 0.3 Ω
- 30 Ω
- 4.8 Ω
- 48 Ω