Physics MCQ Set 3
Physics MCQ Set 3
Q1. ফ্যারাড প্রতি মিটার কিসের একক
- চৌম্বক ভেদ্যতা
- তড়িৎ ভেদ্যতা
- তড়িৎ পরিবাহিতা
- ঘনকোণ
Q2. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন
- স্নেল
- রোমার
- রবার্ট বয়েল
- ভন গুয়েরিক
Q3. “আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই” – এই বৈজ্ঞানিক শব্দটি সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন?
- রোমার
- আল হাজেন
- স্নেল
- নিউটন
Physics MCQ Set 3
Q4. একটি ধাতুর দণ্ডের রোধ নিচের কোনটির উপর নির্ভরশীল
- দৈর্ঘ্য
- ঘনত্ব
- উষ্ণতা
- দৈর্ঘ্য ও উষ্ণতা
Q5. নিচের কোনটির জন্য দুধ থেকে ক্রিম আলাদা হয়ে যায়
- অভিকেন্দ্র বল
- অপকেন্দ্র বল
- ঘর্ষণ বল
- মহাকর্ষীয় বল
Physics MCQ Set 3
Q6. একটি জাহাজ যখন নদী থেকে সমুদ্রে আসে তখন জলের সাপেক্ষে জাহাজটি
- একই স্তরে থাকে
- একটু বেশি ডুবে যায়
- একটু উপরে ভেসে ওঠে
- ভেসে উঠবে না ডুবে যাবে তা জাহাজের উপাদানের উপর নির্ভর করে
Q7. মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- সমতল দর্পণ
- উপবৃত্তীয় দর্পণ
Q8. নির্জল কোষের তড়িচ্চালক বল হল
- 1.0 volt
- 1.2 volt
- 1.5 volt
- 2.0 volt
Q9. চাপের মাত্রা হল
- [ML-1T-2]
- [MT-2]
- [ML-3]
- [MLT-2]
Physics MCQ Set 3
Q10. 1 আলোকবর্ষ =
- 9.45 × 1010 km
- 9.45 × 10-12 km
- 9.45 × 1012 km
- 14.95 × 10-10 km
Q11. নৌকা থেকে লাফ দিলে নৌকাটি সরে যায়। নিচের কোন সূত্রটি মেনে এটি হয়
- নিউটনের প্রথম সূত্র
- ডাল্টনের সূত্র
- আইনস্টাইনের সূত্র
- নিউটনের তৃতীয় সূত্র
Q12. বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি
- ভেসে থাকবে
- ডুবে যাবে
- স্থির থাকবে
- কোনটাই নয়
Physics MCQ Set 3
Q13. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হল
- ডাইন / মিটার
- ডাইন / সেন্টিমিটার
- নিউটন / বর্গমিটার
- নিউটন /বর্গ সেন্টিমিটার
Q14. যদি চাপ P, ঘাত F ও ক্ষেত্রফল A হয় তবে এদের মধ্যে সম্পর্ক নিচের কোনটি?
Q15. একটি প্রোটন কণা একটি ইলেকট্রন কণার থেকে
- 1837 গুণ ভারী
- 1837 গুণ হালকা
- 1957 গুণ ভারী
- 1957 গুণ হালকা
Q16.
A ও B বিন্দুর মধ্যে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর
- 5 m.
- 12 m.
- 16 m.
- 18 m.
Q17. 3 mm. ব্যাসার্ধের 72 টি ইস্পাত বলের ভর 63.5 g., ইস্পাতের ঘনত্ব কত?
- 5.23 g/cm³
- 7.29 g/cm³
- 9 g/cm³
- 7.79 g/cm³
Physics MCQ Set 3
Q18. ক্রিয়া ও প্রতিক্রিয়া
- সমান ও একমুখী
- একই বস্তুতে প্রযুক্ত হয়
- সমান হতে পারে
- ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়
Q19. 500 g ভর বিশিষ্ট কোন বস্তুর ওপর 2 নিউটন বল প্রয়োগ করলে, বস্তুটির ত্বরণ হবে
- 2 m/s2
- 4 m/s2
- 6 m/s2
- 8 m/s2
Q20. কোন তরলকে পাত্রে রেখে আন্দোলিত করলে শেষ পর্যন্ত সেটি স্থির হয়ে যায়। এর কারণ
- পৃষ্ঠটান
- সান্দ্রতা
- জাড্য
- কোনটাই নয়
Q21. রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্যাঙ্ক রোধ যথাক্রমে 12 ওহম ও ওহম। রোধ দুটির মান হবে
- 10, 2
- 8, 4
- 6, 6
- 11, 1
Q22. ডায়নামোর মূল কার্যনীতি হল
- তড়িৎ প্রবাহের তাপীয় ফল
- তড়িৎ চুম্বকীয় আবেশ
- তড়িৎ এর উপর চুম্বকের ক্রিয়া
- চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া
Q23. প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে?
- লাল
- সবুজ
- হলুদ
- বেগুনি
Physics MCQ Set 3
Q24. টোটো গাড়িতে নিচের কোন ধরনের তড়িৎ ব্যবহার করা হয়
- AC
- DC
- AC অথবা DC
- কোনটাই নয়
Q25. নিচের কোনটিতে পারদ জনিত দূষণ ঘটে?
- ভাস্বর বাল্বে
- CFLবাল্বে
- LED বাল্বে
- সবকটিতে